শনিবার, ৪ঠা মে ২০২৪, ২০শে বৈশাখ ১৪৩১


গাজীপুরে ট্রাকচাপায় পোশাক শ্রমিক নিহত


প্রকাশিত:
১৬ জুন ২০২১ ১৮:৩৬

আপডেট:
৪ মে ২০২৪ ০৩:০১

ছবি-সংগৃহীত

গাজীপুরে ট্রাকচাপায় এক নারী পোশাক শ্রমিক নিহত হয়েছেন। বুধবার (১৬ জুন) সকালে সিটি করপোরেশনের কোনাবাড়ী থানাধীন আমবাগ ব্রিজসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত পোশাক শ্রমিকের নাম কোহিনুর আক্তার (৩২)। তিনি ময়মনসিংহের ফুলবাড়িয়া থানার রানাকান্দা এলাকার নাজমুল ইসলামের স্ত্রী।

গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার ওসি আবু সিদ্দিক জানান, আমবাগ এলাকায় বাসা ভাড়া থেকে স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করতেন কোহিনুর আক্তার। প্রতিদিনের মতো সকালে তিনি পায়ে হেঁটে কারখানা যাচ্ছিলেন।

পথে আমবাগ ব্রিজের পাশে পৌঁছলে একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই কোহিনুর আক্তার মারা যান। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে।

এদিকে এ ঘটনায় অন্য পোশাক শ্রমিকরা ওই ট্রাক ভাঙচুর করে এবং সড়ক অবরোধ করে রাখেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।

দুর্ঘটনার পর ট্রাকটি আটক করা হলেও এর চালক পালিয়ে গেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


সম্পর্কিত বিষয়:

পুলিশ

আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top