শনিবার, ৪ঠা মে ২০২৪, ২১শে বৈশাখ ১৪৩১


মেহেরপুরে ‘মাদক সেবন নিয়ে বিরোধের জেরে’ ২ জন খুন


প্রকাশিত:
১২ জুন ২০২১ ২০:৪১

আপডেট:
৪ মে ২০২৪ ০৮:২৮

ছবি: সংগৃহীত

মেহেরপুরের মুজিবনগর উপজেলায় ‘মাদক সেবনে বাধা দেওয়ায় কথাকাটাকাটির জেরে’ স্বেচ্ছাসেবক লীগ নেতাসহ দুইজন খুন হয়েছেন।

মুজিবনগর থানার ওসি হাশেম আলী জানান, শনিবার (১২ জুন) বেলা ১১টার দিকে উপজেলার যতারপুর যাদুখালী স্কুল অ্যান্ড কলেজের কাছে রাস্তার পাশে তারা খুন হন।

নিহতরা হলেন মুজিবনগর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম ও ওই এলাকার সবজি বিক্রেতা সাইদুর রহমান।

এলাকাবাসী জানান, রাস্তা পাশের্ দাঁড়িয়ে মনিরুল গাঁজা সেবন শুরু করলে সাইদুর বাধা দেন। এ নিয়ে দুইজনের কথাকাটাকাটি হয়। পরে তা হাতাহাতিতে গড়ায়। একপর্যায়ে মনিরুল তার হাতে থাকা দা দিয়ে কোপ দিলে ঘটনাস্থলেই সাইদুর নিহত হন। তখন স্থানীয়রা মনিরুলকে পিটিয়ে হত্যা করে।

নিহত সাইদুরের বাবা রশিদুল ইসলাম বলেন, সকালে মাঠ থেকে সবজি কিনে বাজারে যাওয়ার কথা বলে তার ছেলে সাইদুল বাড়ি থেকে বের হন। ঘণ্টা দুই পরে তার খুন হওয়ার খবর পান তিনি।নিহত মনিরুলের বাবা আবু ওসমান বলেন, “সকালে বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে বাড়ি থেকে বের হয় মনিরুল। পরে তার খুন হওয়ার খবর পাই। সে মাদক সেবন করত এটা আমার জানা ছিল না।” খবর পেয়ে পুলিশ গিয়ে তাদের লাশ উদ্ধার করে।

ওসি হাশেম বলেন, “গাঁজা সেবনে বাধা দেওয়ায় মনিরুল প্রথমে সাইদুরকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেন। পরে গণপিটুনিতে মারা যান মাদকসেবী মনিরুল।”

ময়না তদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে তিনি জানান।


সম্পর্কিত বিষয়:

পুলিশ

আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top