বুধবার, ২১শে জানুয়ারী ২০২৬, ৮ই মাঘ ১৪৩২


নুরুল হক নুর

নির্বাচনে অবৈধ ও প্রয়োজন ছাড়া বৈধ সকল অস্ত্র উদ্ধার করা প্রয়োজন


প্রকাশিত:
২১ জানুয়ারী ২০২৬ ১৬:৪৯

আপডেট:
২১ জানুয়ারী ২০২৬ ১৮:৫৮

ছবি : সংগৃহীত

গণঅধিকার পরিষদের সভাপতি ও পটুয়াখালী-৩ (গলাচিপা–দশমিনা) আসনের সংসদ সদস্য প্রার্থী নুরুল হক নুর বলেছেন, নির্বাচনের সময় অবৈধ অস্ত্রের পাশাপাশি প্রয়োজন ছাড়া বৈধ সকল অস্ত্রও উদ্ধার করা জরুরি।

বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১টার দিকে পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে নির্বাচনী প্রতীক বরাদ্দ ও আলোচনা সভা শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এক প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।

নুরুল হক নুর বলেন, নির্বাচনে আমরা বিশেষ করে যারা জাতীয় পর্যায়ে নেতৃত্বে আছি তারা তো নিরাপত্তা সংকটে আছিই, নিরাপত্তার একটা থ্রেট আছে। আপনারা জানেন যে আমাদের অনেকের সাথে সরকার গানম্যান দিয়েছে, তো স্থানীয় প্রশাসন এই নিরাপত্তাটা নিশ্চিত করবে তবে বৈধ-অবৈধ সকল অস্ত্রই নির্বাচনের সময় উদ্ধার করা প্রয়োজন। বৈধ অস্ত্রের ক্ষেত্রে একেবারেই যারা খুব ঝুঁকিতে আছে তাদের ব্যতীত অন্যদের এ অস্ত্রগুলো উদ্ধার করা প্রয়োজন।

তিনি আরও বলেন, এই নির্বাচন বাংলাদেশের মানুষের কাছে অত্যন্ত প্রত্যাশিত একটি নির্বাচন। বিগত নির্বাচনগুলোতে জনগণ ভোট দেওয়ার সুযোগ পায়নি। ভোট ছাড়াই অনেকেই ভোটকেন্দ্র দখল করে জনপ্রতিনিধি হয়েছেন। এর ফলে দেশ একটি গভীর সংকটে পতিত হয়েছিল। আজকের পরিবর্তিত বাংলাদেশে দাঁড়িয়ে দল-মত নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চাই।

গণভোট প্রসঙ্গে নুর বলেন, এই জাতীয় নির্বাচনে প্রার্থীরা শুধু সংসদ সদস্য হওয়ার জন্য নির্বাচন করছেন না, বরং নাগরিকদের মর্যাদা, অধিকার ও আইনের সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যেই এ নির্বাচন। কেউ যেন জোর করে ক্ষমতা দখল করতে না পারে, রাষ্ট্রে যেন স্বাধীন বিচার বিভাগ ও স্বাধীন গণমাধ্যম থাকে— এসব সংস্কারের লক্ষ্যেই আসন্ন জুলাই গণভোট। তাই এটি একটি ঐতিহাসিক নির্বাচন।

নিজের অনুভূতি প্রকাশ করে তিনি বলেন, এই ঐতিহাসিক নির্বাচনে অংশ নিতে পেরে আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানাই। এ দিনে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী শহীদ মুক্তিযোদ্ধাদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। পাশাপাশি চব্বিশের জুলাইয়ের গণঅভ্যুত্থানে যারা প্রাণ দিয়েছেন এবং যারা আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, তাদের জন্য দোয়া ও ভালোবাসা জানাই।

রাজনৈতিক নিরপেক্ষতার বিষয়ে নুর বলেন, আমরা যদি সংসদ সদস্য নির্বাচিত হতে পারি, তবে মুক্তিযুদ্ধের চেতনা ও জুলাইয়ের আকাঙ্ক্ষার আলোকে একটি নতুন বাংলাদেশ গড়ে তোলাই হবে আমাদের প্রধান লক্ষ্য। যেখানে দল-মত নির্বিশেষে প্রতিটি মানুষ নিরাপদে ও মর্যাদার সঙ্গে বসবাস করতে পারবে।

নিজ নির্বাচনী এলাকার উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, পটুয়াখালী-৩ (গলাচিপা–দশমিনা) একটি পিছিয়ে পড়া অঞ্চল। অনেক স্কুল-কলেজে ভবন ও খেলার মাঠ নেই। তরুণদের মেধা বিকাশের সুযোগ তৈরি করা আমাদের দায়িত্ব। কৃষিপ্রধান এই অঞ্চলের কৃষকরা যেন সার ও কীটনাশক সহজে পান, সেটিও নিশ্চিত করতে হবে।

এ সময় নুরের সঙ্গে তার নির্বাচনী এলাকার স্থানীয় বিএনপি ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, পটুয়াখালী-৩ আসনে গণঅধিকার পরিষদের দলীয় প্রতীক ‘ট্রাক’ প্রতীকে নির্বাচনে অংশ নিচ্ছেন নুরুল হক নুর। বুধবার সকালে পটুয়াখালী জেলা রিটার্নিং অফিসারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রতীক বরাদ্দের সভায় তাকে ট্রাক প্রতীক বরাদ্দ দেওয়া হয়।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top