সোমবার, ৬ই মে ২০২৪, ২৩শে বৈশাখ ১৪৩১


রামেকে করোনা ও উপসর্গে ১১ জনের মৃত্যু


প্রকাশিত:
১ জুন ২০২১ ২০:৫৬

আপডেট:
৬ মে ২০২৪ ১৮:২৪

প্রতীকী ছবি

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে মৃত্যু থেমে নেই। দিন দিন এই ইউনিটে মৃত্যুর সংখ্যা বাড়ছে।

সোমবার (৩১ মে) দিবাগত রাত ৩টা থেকে মঙ্গলবার (০১ জুন) বেলা ১১টা পর্যন্ত আরও ১১ জনের মৃত্যু হয়েছে। এর আগে গত শনিবার থেকে রোববার পর্যন্ত হাসপাতালের এই করোনা ইউনির্টে ১২ জনের মৃত্যু হয়।

রামেক হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। হাসপাতালের ওয়ার্ড মাস্টারের কার্যালয়ে মৃতদের নামের তালিকার মৃতদের নামগুলো উঠে এসেছে। তথ্য অনুযায়ী, করোনায় মারা যাওয়া ব্যক্তি হলেন- রাজশাহী মহানগরীর রাজপাড়া এলাকার মজিজন বিবি ও অপরজন চাঁপাইনবাবগঞ্জ সদরের মাহাতাব হোসেন।

করোনার উপর্সগ নিয়ে মারা যাওয়া বাকি ৯ জন হলেন- রাজশাহী মহানগরীর কাটাখালী এলাকার মনজুরা, নাটোরের জমসেদ, কামাল খান, শাহাবুদ্দিন, চাঁপাইনবাবগঞ্জের সোনাভান বিবি, শিরিনা বেগম, নাজমা বেগম এছাড়াও নওগাঁর আরেকা খানম ও মাজেদ।

হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস জানান, হাসপাতালে মঙ্গলবার সকাল পর্যন্ত করোনা ইউনিটে ২১৫ জন ভর্তি আছেন। এদের মধ্যে করোনা পজিটিভ ৯১ জনের। বাকিরা করোনা উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন।


সম্পর্কিত বিষয়:

করোনা

আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top