সোমবার, ৮ই ডিসেম্বর ২০২৫, ২৩শে অগ্রহায়ণ ১৪৩২

Shomoy News

Sopno


নির্বাচনে যারা বিজয়ী হবেন আমরা তাদের পাশে দাঁড়াবো : ফাওজুল কবির


প্রকাশিত:
৭ ডিসেম্বর ২০২৫ ১৯:৩০

আপডেট:
৮ ডিসেম্বর ২০২৫ ০৫:৪২

ছবি : সংগৃহীত

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, আগের মত কেউ যেন ভোটকেন্দ্র দখল না করে, কেউ যেন পোলিং এজেন্টদের বের করে না দেয় তার নিশ্চয়তায় সরকার কাজ করছে। এত বছর আমরা সুষ্ঠু ভোট দেখিনি। এবার সেটি আশা করছি। নির্বাচনে যারা বিজয়ী হবেন জাতি হিসেবে আমরা তাদের পাশে দাঁড়াবো। আমাদের একটিই কথা নির্বাচন যেন একটি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।

রোববার (৭ ডিসেম্বর) দুপুরে বরিশালের বাবুগঞ্জে আড়িয়াল খা নদীর ওপরে মীরগঞ্জ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ফাওজুল কবির খান বলেন, বিভিন্ন কোন্দলের কারনে সেতুর বাস্তবায়ন দেরিতে হয়। যার কারণে সেতুর বাস্তবায়ন ব্যয়ও বৃদ্ধি পায়। এ বিষয়ে সকলের সহযোগিতা কামনা করছি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. এম সাখাওয়াত হোসেন।

তিনি বলেন, নির্মাণকালে চাঁদাবাজের উৎপাত হয়। প্রকল্পের বিভিন্ন কাজ পাওয়া নিয়ে স্থানীয় সমস্যার সৃষ্টি হয়। যা প্রকল্পের মান ও নির্মাণের মেয়াদের ওপর প্রভাব ফেলে। এই বিষয়ে সকলকে সতর্ক থাকতে হবে।

সাখাওয়াত হোসেন বলেন, মীরগঞ্জ সেতু এককভাবে কারো কৃতিত্ব দেওয়া যায় না। সমষ্টিগতভাবে এটি এলাকাবাসীর কৃতিত্ব। মীরগঞ্জে শুধু সেতুই নয় ফোর লেন কানেক্টেড রোডও হচ্ছে। আমি এলকাবাসীর উদ্দেশ্যে বলতে চাই, এই ব্রিজটি আপনাদের। আপনারা দেখে রাখবেন। একটা জিনিস খেয়াল রাখবেন, কাজে যেন বড় ধরনের কোনো চুরি না হয়।

অনুষ্ঠানে স্থানীয় সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। মীরগঞ্জে আড়িয়াল খা নদীর ওপর প্রায় দেড় কিলোমিটার সেতুটি নির্মাণে প্রকল্প ব্যয় ধরা হয়েছে প্রায় ১ হাজার ৪৪২ কোটি টাকা।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top