শুক্রবার, ২৬শে সেপ্টেম্বর ২০২৫, ১১ই আশ্বিন ১৪৩২

Shomoy News

Sopno


বৃদ্ধাকে গলা কেটে হত্যা করে ঘরের সিলিংয়ে লুকিয়ে ছিল যুবক!


প্রকাশিত:
২৬ সেপ্টেম্বর ২০২৫ ১১:৩৩

আপডেট:
২৬ সেপ্টেম্বর ২০২৫ ১২:৫৭

ছবি সংগৃহীত

লক্ষ্মীপুরের পারিবারিক বিরোধের জের ধরে রাশেদা বেগম (৬০) নামে এক নারীকে গলা কেটে হত্যা করা হয়েছে। এ ঘটনায় ইমন হোসেন নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) ভোরে লক্ষ্মীপুর পৌরসভার ১০নং ওয়ার্ডের লাহারকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাশেদা লাহারকান্দি এলাকার মোবারক হোসেনের স্ত্রী। আটক ইমন একই এলাকার সেলিম হোসেনের ছেলে। তারা সম্পর্কে চাচি-ভাতিজা।

পুলিশ, নিহতের স্বজন ও ঘাতক জানায়, রাশেদা বাসায় একাই থাকতেন। শুক্রবার ফজরের নামাজের ওজু করতে তিনি ঘর থেকে বের হন। এসময় ইমনকে তিনি ঘরের দরজা দাঁড়িয়ে থাকতে দেখেন। দাঁড়িয়ে থাকার কারণ জানতে চাইলে কিছু না বলায় রাশেদা বেগম ঘরের ভেতর ঢুকে পড়েন। একপর্যায়ে ইমন ঘরে ঢুকে রাশেদাকে এলোপাতাড়ি কোপাতে থাকে। বৃদ্ধার চিৎকার শুনে আশপাশের লোকজনকে ছুটে আসতে দেখে ইমন সিলিংয়ের ভেতর লুকিয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল গিয়ে ঘরের দরজা ভেঙে ইমনকে সেখান থেকে নামিয়ে আটক করে ও লাশ উদ্ধার করে।

এ সময় পুলিশের সামনেই ইমন জানান, তার স্ত্রীর সঙ্গে ওই নারী প্রায়ই ঝগড়া করতো। এর জের ধরেই সে হত্যাকাণ্ডটি ঘটিয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর-সার্কেল) মো. রেজাউল হক বলেন, পারিবারিক বিরোধের জের ধরেই হত্যাকাণ্ডটি ঘটেছে। আটক যুবককে থানায় নেওয়া হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top