সোমবার, ৮ই সেপ্টেম্বর ২০২৫, ২৪শে ভাদ্র ১৪৩২

Shomoy News

Sopno


১০ ভরি স্বর্ণালংকার মালিককে ফিরিয়ে দিলেন অটোচালক


প্রকাশিত:
৮ সেপ্টেম্বর ২০২৫ ১৪:০০

আপডেট:
৮ সেপ্টেম্বর ২০২৫ ১৭:৫২

ছবি : সংগৃহীত

ফেনীর ফুলগাজীতে সিএনজিচালিত অটোরিকসায় পাওয়া ১০ ভরি স্বর্ণালংকার প্রকৃত মালিককে ফিরিয়ে দিয়ে সততার উদাহরণ সৃষ্টি করেছেন মাঈন উদ্দিন নামের এক ব্যক্তি।

প্রকৃত মালিককে ৩ দিন যাবৎ খুঁজে বের করে শনিবার (৬ সেপ্টেম্বর) দিবাগত রাতে স্থানীয় মান্যগণ্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে তা ফেরত দেওয়া হয়।

জানা যায়, ৩ সেপ্টেম্বর সকালে ফুলগাজী উপজেলার দরবারপুর ইউনিয়নের ধলিয়া চকবস্তা গ্রাম থেকে সিএনজি যোগে মুন্সীরহাট বাজারে গিয়ে নামেন এক গৃহবধূ। কিন্তু গাড়ি থেকে নামার সময় ভুলে তিনি সঙ্গে থাকা ব্যাগটি রেখে চলে যান। পরে সিএনজি চালক মাঈন উদ্দিন ব্যাগটি বাড়িতে নিয়ে তার মামাকে অবহিত করেন। তার মামা যেকোনো মূল্যে ব্যাগটি সব মালামালসহ মালিককে ফেরত দেওয়ার নির্দেশ দেন। কিন্তু মাঈন উদ্দিনতো গৃহবধূর নাম পরিচয় কিছুই জানেন না। পরে তিনি বিভিন্নভাবে খোঁজাখুঁজির এক পর্যায়ে ৩ দিন পর ওই নারীর পরিচয় শনাক্ত করেন। শনিবার রাতে ওই নারীর হাতে স্বর্ণালংকারসহ কাপড় ভর্তি ব্যাগটি বুঝিয়ে দেন।

ব্যাগটি ফেরত পেয়ে গৃহবধূ বলেন, সেদিন স্বামীর বাড়ি থেকে বাবার বাড়ি যাওয়ার পথে বাজারে সিএনজি থেকে নামার সময় ভুলে ব্যাগটি রেখে চলে যাই। পরে অনেক খোঁজাখুঁজি করেও সিএনজি শনাক্ত করতে পারিনি। সিএনজি চালক মাঈন উদ্দিন সৎ ও নির্লোভ বলেই সে আমাকে খুঁজে সবকিছু ফেরত দিয়েছে।

ফুলগাজী উপজেলার আনন্দ পুর ইউনিয়নের দক্ষিণ আনন্দ পুর গ্রামের দুলামিঞা কাজী বাড়ির বাসিন্দা সিএনজি চালক মাঈন উদ্দিন বলেন, আমরা গরিব মানুষ। গাড়ি চালিয়ে যা পাই সেটি দিয়ে অনেক কষ্ট করে সংসার চালাই। অন্যের সম্পদ আমি নিয়ে কি করব। প্রকৃত মালিককে খুঁজে পেয়ে তার জিনিসগুলো ফেরত দিতে পেরেছি। এটাই আমার মানসিক প্রশান্তি।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top