বুধবার, ৩রা সেপ্টেম্বর ২০২৫, ১৯শে ভাদ্র ১৪৩২

Shomoy News

Sopno


নাটোরে হঠ্যৎ ডায়রিয়ায় শতাধিক রোগী হাসপাতালে ভর্তি


প্রকাশিত:
৩ সেপ্টেম্বর ২০২৫ ১৪:০২

আপডেট:
৩ সেপ্টেম্বর ২০২৫ ১৮:০১

ছবি সংগৃহীত

নাটোরে হঠাৎ ডায়রিয়ার প্রাদুর্ভাব দেখা দিয়েছে। ২৪ ঘণ্টায় দেড় শতাধিক ডায়রিয়া রোগী আধুনিক সদর হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে শিশু, নারী-পুরুষ ও বয়স্ক ব্যক্তিরাও রয়েছেন।

জানা গেছে, মঙ্গলবার রাতে শহরের ২ নম্বর ওয়ার্ডের ঝাউতলা ও আশপাশের কয়েকটি এলাকার কয়েকজন ব্যক্তির পেটে ব্যথা ও পাতলা পায়খানা উপসর্গ দেখা দেয়। তাৎক্ষণিকভাবে রাতেই ওই এলাকার ৩০-৩৫ জন রোগী ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। সকাল সাড়ে ৮টা পর্যন্ত হাসপাতালে ডায়রিয়ায় ৬৫ জন রোগী ভর্তি হয়েছেন। এবং আজ বুধবার দুপুর ১২টা পর্যন্ত ১৪৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। যার মধ্য পুরুষ ৬৬, মহিলা ৫৫ এবং শিশু ২৬ জন রয়েছে। এ ঘটনায় জেলা স্বাস্থ্য বিভাগ পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করেছেন।

নাটোরের সিভিল সার্জন ডা. মোহাম্মদ মুক্তাদির আরেফিন বলেন, শহরের ঝাউতলা এলাকার কিছু ডায়রিয়া রোগী শনাক্ত হয়েছে। রোগীরা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সকাল সাড়ে ৮ পর্যন্ত ৬৫ জন ডায়রিয়া রোগী ভর্তি হয়। এরপর দুপুর ১২ টা পর্যন্ত মোট ১৪৭ জন রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। প্রাথমিকভাবে ধারণা করছি, পানিবাহিত থেকে এ ডায়রিয়া রোগ ছড়িয়েছে। আজকে বাড়ি বাড়ি গিয়ে পানি বিশুদ্ধকরণ মেডিসিন সরবরাহ করা হবে। হাসপাতালে আমাদের পর্যাপ্ত ওষুধ সরবারহ রয়েছে। স্বাস্থ্যকর্মী ও চিকিৎসকরা চিকিৎসাসেবা প্রদান করছেন।

খবর পেয়ে নাটোর সদর হাসপাতাল পরিদর্শন করেন জেলা প্রশাসক আসমা শাহীন। এসময় তিনি রোগীদের সঙ্গে কথা বলেন এবং শারীরিক খোজ-খবর নেন।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top