সোমবার, ২৫শে আগস্ট ২০২৫, ১০ই ভাদ্র ১৪৩২

Shomoy News

Sopno


কুয়াকাটার আবাসিক হোটেল থেকে চারটি স্মার্ট টিভি চুরি


প্রকাশিত:
২৫ আগস্ট ২০২৫ ১৩:২২

আপডেট:
২৫ আগস্ট ২০২৫ ১৮:১০

ছবি ‍সংগৃহিত

পটুয়াখালীর কুয়াকাটার আবাসিক হোটেল সি-লোটাস থেকে অভিনব কায়দায় চারটি এলইডি (স্মার্ট টিভি) চুরির ঘটনা ঘটেছে। রোববার (২৪ আগস্ট) রাতে এ ঘটনা ঘটে।

হোটেলের রেজিস্ট্রি খাতা ও আইডি কার্ডের তথ্যানুযায়ী চুরির সঙ্গে জড়িত ব্যক্তির নাম শাওন রানা, পিতা আনোয়ার হোসেন স্থায়ী ঠিকানা খুলনা সিটি করপোরেশন।

হোটেল ম্যানেজার দীপঙ্কর রায় জানান, অতিথি পরিচয়ে শাওন রানা হোটেলের ২০১, ২০২, ২০৭ ও ২০৮ নম্বর কক্ষ ভাড়া নেন। তিনি ম্যানেজারকে জানান, তার সঙ্গে আরও সাতজন আসবেন এবং তারা অল্প কিছুক্ষণের মধ্যেই রুমে উঠবেন। নির্দিষ্ট সময় পেরিয়ে গেলেও রুমে কোনো গেস্টের শব্দ না পেয়ে ডাইরিতে অন্তর্ভুক্ত নম্বরে যোগাযোগ করলে নম্বরটি বন্ধ পাওয়া যায়। তাৎক্ষণিক রুমে গিয়ে দেখা যায় চারটি রুমের টিভি নেই।

সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে দেখা যায়, কৌশলে প্রতিটি কক্ষের টিভি খুলে একটি কার্টনে ভরে সুযোগ বুঝে নিয়ে পালিয়ে যান।

এ প্রসঙ্গে কুয়াকাটা হোটেল মোটেল এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের সভাপতি ইব্রাহিম ওয়াহিদ বলেন, এটি আসলে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা। পর্যটকের ছদ্মবেশে কিছু অসাধুচক্র সুযোগ বুঝে অপকর্ম চালিয়ে থাকে। তাই হোটেল কর্তৃপক্ষ ও ম্যানেজারদের আরও সচেতন এবং সতর্ক থাকতে হবে। আমরা দাবি জানাচ্ছি—এই ঘটনার সঙ্গে জড়িত প্রকৃত অপরাধীকে দ্রুত আইনের আওতায় আনা হোক।

ঘটনার পরপরই হোটেল কর্তৃপক্ষ মহিপুর থানা ও কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশকে অবহিত করেন। এ বিষয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।

ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোনের সহকারী পুলিশ সুপার মো. হাবিবুর রহমান বলেন, ঘটনা অবগত হওয়ার সঙ্গে সঙ্গে ওই হোটেলে পুলিশ পাঠানো হয়েছে। সিসি ক্যামেরার ফুটেজ দেখে অভিযুক্তের পরিচয় শনাক্তকরণের চেষ্টা চলছে।

এসএন/রুপা


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top