সোমবার, ২৫শে আগস্ট ২০২৫, ১০ই ভাদ্র ১৪৩২

Shomoy News

Sopno


ভোমরা দিয়ে ৫৭ কোটি টাকার আদা আমদানি, কেজিতে কমেছে ৫০ টাকা


প্রকাশিত:
২৫ আগস্ট ২০২৫ ১১:০৪

আপডেট:
২৫ আগস্ট ২০২৫ ১৬:৩৭

ছবি ‍সংগৃহিত

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে জুলাই মাসে ৫৭ কোটি টাকার বেশি আদা আমদানি হয়েছে। আমদানি বেড়ে যাওয়ায় স্থানীয় বাজারে প্রভাব পড়েছে। ফলে এক সপ্তাহের ব্যবধানে কমেছে কেজি প্রতি ৫০ টাকা পর্যন্ত।

ভোমরা শুল্ক স্টেশনের রাজস্ব বিভাগের তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে এ স্থলবন্দর দিয়ে ৪ হাজার ৭০৩ টন আদা আমদানি হয়েছে। এর মূল্য দাঁড়িয়েছে ৫৭ কোটি ২ লাখ টাকা। গত অর্থবছরের একই সময়ে আমদানি হয়েছিল মাত্র ৪৮৮ টন আদা, যার মূল্য ছিল ৫ কোটি ৮৪ লাখ টাকা। অর্থাৎ এ বছর আমদানি বেড়েছে ১০ গুণেরও বেশি।

ভোমরার আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স রাফসান এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. আবু হাসান জানান, “দেশে আদার চাহিদা বেশি থাকায় আমদানির পরিমাণও আমরা বাড়িয়েছি।”

এদিকে আমদানি বাড়ার প্রভাবে স্থানীয় বাজারে আদার দাম কমেছে। সাতক্ষীরা জেলা সদরের সুলতানপুর বড় বাজারে খুচরা দোকানে গতকাল প্রতি কেজি আদা বিক্রি হয়েছে ১৩০ টাকায়। এক সপ্তাহ আগেও এর দাম ছিল ১৮০ থেকে ১৯০ টাকা।

মেসার্স সরদার স্টোরের স্বত্বাধিকারী আব্দুল হাকিম বলেন, “সরবরাহ বেড়ে যাওয়ায় স্বাভাবিকভাবেই বাজারে আদার দাম কমে এসেছে।”

সাতক্ষীরা জেলা কৃষি বিপণন কর্মকর্তা এসএম আব্দুল্লাহ জানান, “যেকোনো পণ্যের সরবরাহ বেড়ে গেলে দামও কমে যায়। ভোমরা দিয়ে রেকর্ড পরিমাণ আমদানি হওয়ায় আদার বাজার এখন স্থিতিশীল হয়েছে।”

এসএন/রুপা


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top