গরুকে বিষ দিয়ে মেরে ফেলার অভিযোগ: ময়নাতদন্তের জন্য নমুনা সংগ্রহ
প্রকাশিত:
২৩ আগস্ট ২০২৫ ১৭:০৮
আপডেট:
২৩ আগস্ট ২০২৫ ১৭:২০

নাটোরের বাগাতিপাড়ায় কৃষক মো. সোহেল রানার একটি গরুকে ঘাসের সঙ্গে বিষ দিয়ে মেরে ফেলার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। প্রকৃত ঘটনা উদ্ঘাটনে গরুটির ময়নাতদন্তের জন্য নমুনা সংগ্রহ করেছে উপজেলা প্রাণিসম্পদ কর্তৃপক্ষ।
শুক্রবার (২২ আগস্ট) বিকেলে উপজেলার জামনগর ইউনিয়নের দোবিলা গ্রামে কৃষক সোহেল রানার বাড়িতে এ ঘটনা ঘটে।
সেইদিন রাতেই গরুর মালিক সোহেল রানা বাগাতিপাড়া মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
ভুক্তভোগী কৃষক সোহেল রানা জানান, গত মঙ্গলবার দুপুরে তার চাষ করা জমি থেকে নেপিয়ার ঘাস কেটে গরুকে খেতে দেন। পরে সন্ধ্যায় গরুর পেট ফেঁপে ওঠে। এসময় গরুটি দ্রুত অসুস্থ হয়ে পড়ে। পরে তিন দিন ধরে গরুটির চিকিৎসা করানো হলেও শুক্রবার বিকেলে গরুটি মারা যায়।
তিনি অভিযোগ করে আরও বলেন, প্রতিবেশী মেহেরুন্নেসা, মিঠু এবং লুৎফর আলীর হুকুমে তার লাগানো নেপিয়ার ঘাসে ওষুধ প্রয়োগ করা হয়। আর সেই বিষাক্ত ঘাস খেয়েই গরুটি মারা গেছে।
অভিযুক্ত লুৎফর আলী বলেন, জমির মালিক মেহেরুন্নেসা সম্পর্কে আমার বিয়ান। তিনি আমাকে ঘাষমারা বিষ দেওয়ার জন্য কাজের লোক ঠিক করে দিতে বলেন। আমি লোক ঠিক করে দিয়েছি। পরে জমিতে ঘাসমারা বিষ প্রয়োগ করেছে কি না তা জানা নেই।
উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. মো. রাকিবুল হাসান রাকিব বলেন, গরুটির ময়নাতদন্তের জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হবে। রিপোর্ট এলে বোঝা যাবে গরুটির মৃত্যুর আসল কারণ।
বাগাতিপাড়া মডেল থানার কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এসএন/রুপা
সম্পর্কিত বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: