বৃহঃস্পতিবার, ২১শে আগস্ট ২০২৫, ৬ই ভাদ্র ১৪৩২

Shomoy News

Sopno


পদ্মার ভাঙনে পাটুরিয়ার ৪ নম্বর ফেরিঘাট বন্ধ, ফেরি চলাচল ব্যাহত


প্রকাশিত:
২১ আগস্ট ২০২৫ ১৮:০৮

আপডেট:
২১ আগস্ট ২০২৫ ২১:৩৪

ছবি ‍সংগৃহিত

পদ্মা নদীর তীব্র স্রোত ও ভাঙনে মানিকগঞ্জের পাটুরিয়ার ৪ নম্বর ফেরিঘাট বন্ধ হয়ে গেছে। বৃহস্পতিবার (২২ আগস্ট) সকালে ঘাট এলাকায় ভাঙনের ফলে ফেরিঘাটের র‌্যাম্প পানিতে ডুবে যায়। এতে ঘাটটিতে ফেরি চলাচল সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়।

অপরদিকে মেরামতের কাজ চলায় দুপুর দেড়টা পর্যন্ত বন্ধ ছিল ৩ নম্বর ঘাটও। ফলে দুপুর পর্যন্ত ফেরি চলাচলে চরম বিঘ্ন ঘটে। বর্তমানে পাটুরিয়ার ৫টি ফেরিঘাটের মধ্যে কেবল দুটি দিয়ে ফেরি পারাপার হচ্ছে।

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার সঙ্গে রাজধানী ঢাকাসহ অন্যান্য অঞ্চলের যাত্রী ও যানবাহন পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথ ব্যবহার করে থাকে। চলমান নদী ভাঙনের কারণে নৌপথে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। প্রতিদিনই কোনো না কোনো ঘাটে সমস্যার সৃষ্টি হওয়ায় যাত্রী ও পণ্যবাহী যানবাহনের চালকরা পড়ছেন চরম ভোগান্তিতে।

ট্রাকচালক মিজান বলেন, মালামাল সময়মতো পৌঁছাতে না পারলে ব্যবসায়ীদের কথা শুনতে হয়। অন্যদিকে সময় ও পরিবহন ব্যয়ও বেড়ে যায়। পদ্মা নদীতে পানি বাড়ার সাথে সাথে স্রোতও বেশি, এজন্য একেক দিন একেক ঘাট বন্ধ হয়, কোনো স্থায়ী সমাধান নেই।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) ভারপ্রাপ্ত ডিজিএম মো. সালাম হোসেন জানান, নদীর তীব্র স্রোত ও ভাঙন পরিস্থিতি সামাল দিতে নিয়মিত মেরামতের কাজ চলছে। তবে স্থায়ী সমাধান নির্ভর করছে নদী শাসন প্রকল্পের ওপর। ভেঙে যাওয়া ঘাট মেরামত করে পুনরায় চালুর জন্য কাজ চলছে।

এসএন/রুপা


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top