বুধবার, ২০শে আগস্ট ২০২৫, ৫ই ভাদ্র ১৪৩২

Shomoy News

Sopno


‘একটা দল ৩০০ আসনে নমিনেশন দিয়ে এখন পিআরের কথা বলে’


প্রকাশিত:
২০ আগস্ট ২০২৫ ১৯:৩০

আপডেট:
২০ আগস্ট ২০২৫ ২১:৪১

ছবি সংগৃহীত

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেছেন, ৩০০ আসনে একটি দল নমিনেশন দিয়ে ফেলেছে, তাও কিন্তু এক বছর আগে। এখনও তারা পিআরের কথা বলছে। তোমরা পিআরের কথা বলে আবার ৩০০ আসনে নমিনেশন দাও। পিআরের কথা বললে তো কোনো আসনে নমিনেশন দেওয়ার কথা না। কাজেই জাতির সঙ্গে প্রতারণা বন্ধ করতে হবে। আমরা আর প্রতারণার রাজনীতিতে ফিরে যেতে চাই না।

বুধবার (২০ আগস্ট) দুপুরে টাঙ্গাইলের বাসাইল উপজেলার মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময় সভায় যোগদানকালে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

আযম খান বলেন, একেকজনে একেক কথা বলে পত্রিকার শিরোনাম হতে চায়, চ্যানেলের শিরোনাম হতে চায়। এখন রাজনীতি করতে হবে দেশকে নিয়ে, জনগণকে নিয়ে ও দেশের অর্থনীতিকে নিয়ে। অন্যকিছু নিয়ে রাজনীতি করবার সুযোগ শেষ হয়ে গেছে। ৫ আগস্ট যে গণঅভ্যুত্থান, সেই গণঅভ্যুত্থানের শিক্ষাই হলো আর জাতির সাথে প্রতারণা না করা।

তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি যে সাম্প্রতিক অবস্থাটা এর কারণই হলো দেশের অনিশ্চয়তা। যখনই দেশটা নির্বাচনের পথে যাবে। তখন সমস্ত অনিশ্চয়তা কেটে যাবে। তখনই আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হবে। এবং সকল মানুষ তখন আইনশৃঙ্খলা উন্নতির জন্য রাজনৈতিক দলগুলো সহযোগিতা করবে।

তিনি আরও বলেন, নির্বাচন যত দেরি হবে ততই আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটবে। এটা আমার মনে হয় সরকার বুঝতে পেরেছে এবং বুঝতে পেরেই তারা নির্বাচনের পথে যাচ্ছে। আর যারা বুঝতে পেরেছে তাদের ভোট নেই, তারা শুধু ভোটের চিন্তা করে, দেশের চিন্তা করে না। তারা পিআর, সংস্কার ও বিচার নানা ধরনের কথা বলে এই দেশের অগ্রগতিকে থামাতে চায়, গণতন্ত্রকে থামাতে চায়।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক নূরনবী আবু হায়াত খান নবু, পৌর বিএনপির সভাপতি আক্তারুজ্জামান তুহিন, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ পিন্টু, বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর আলম, বীর মুক্তিযোদ্ধা আব্দুর ছবুর খান চানু, বীর মুক্তিযোদ্ধা ওয়াজেদ আলী খানশূর, উপজেলা মহিলা দলের সভাপতি রাশেদা সুলতানা রুবি প্রমুখ।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top