সোমবার, ২৮শে জুলাই ২০২৫, ১৩ই শ্রাবণ ১৪৩২

Shomoy News

Sopno


নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে বিয়ে করতে অনশনে বৈষম্যবিরোধী নেত্রী!


প্রকাশিত:
২৮ জুলাই ২০২৫ ১৩:০৪

আপডেট:
২৮ জুলাই ২০২৫ ২১:৫৭

ছবি সংগৃহীত

চরফ্যাশনে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশনে বসেছেন এক কিশোরী। গত ছয়দিন ধরে প্রেমিকের বাড়ির সামনেই অনশনে রয়েছেন তিনি। ওই কিশোরীর দাবি, তার প্রেমিক নিষিদ্ধ ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত। বৈষম্যবিরোধী আন্দোলনের সময় তার সঙ্গে ওই ছাত্রলীগ নেতার পরিচয় হয়। পরে তারা প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন। কিন্তু এখন বিয়েতে অনাগ্রহ দেখাচ্ছেন ওই প্রেমিক।

ঘটনাটি ঘটেছে ভোলার চরফ্যাশন উপজেলার চর মাদ্রাজ ইউনিয়নের চর আফজাল গ্রামের ১ নম্বর ওয়ার্ডে।

ওই কিশোরীর দাবি, তিনি ভোলা জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। নিজেকে সহ-সমন্বয়ক হিসেবে দাবি করছেন তিনি।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই কিশোরী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। আন্দোলনের সময়ই ছাত্রলীগ নেতা তন্ময়ের সঙ্গে তার পরিচয় ও প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। কিন্তু এখন বিয়েতে অনাগ্রহ দেখাচ্ছেন ওই প্রেমিক।

সোমবার (২৮ জুলাই) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসনা শারমিন মিথি।

অনশনরত কিশোরী বলেন, ‘সে আমাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্কে জড়ায়। কিন্তু পরবর্তীতে সে আমার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয়। তাই বাধ্য হয়েই অনশনে বসেছি। তন্ময়ের বাবা-মা কৌশলে তাকে সরিয়ে রেখেছে। তারা আমাকে অশ্লীল ভাষায় গালাগালি, হুমকি-ধমকি, চড়-থাপ্পড় ও মারধর করে বাড়ি থেকে বের করে দেয়। এর জেরে গত ২২ জুলাই চরফ্যাশন থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করি। ’

এদিকে, বিষয়টি নিয়ে অভিযুক্ত তন্ময়ের মা-বাবা চরফ্যাশনের একটি আবাসিক হোটেলে সংবাদ সম্মেলন করেছেন। তাদের দাবি, একটি মহলের ইন্ধনে তন্ময়কে ফাঁসাতে এ ষড়যন্ত্র করা হচ্ছে। সংবাদকর্মীদের প্রশ্নের উত্তরে তন্ময়ের বাবা বলেন, ‘শুধু আমার ছেলের সঙ্গে প্রেম থাকলে হয়তো বউ হিসেবে মেনে নিতাম। কিন্তু তার অতীত ইতিহাস ও নানা ছেলের সঙ্গে ঘনিষ্ঠতার ছবি দেখে আমরা এই মেয়েকে কখনো পুত্রবধূ হিসেবে মেনে নিতে পারি না।’

বিষয়টি নিয়ে জানতে চরফ্যাশন থানার ওসি মিজানুর রহমানের ব্যবহৃত মোবাইল নাম্বারে একাধিকবার কল করা হলেও তিনি তা রিসিভ করেননি। আর চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসনা শারমিন মিথি বলেন, ওই কিশোরী থানায় বা উপজেলায় লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এসএন /সীমা


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top