বৃহঃস্পতিবার, ২৪শে জুলাই ২০২৫, ৮ই শ্রাবণ ১৪৩২

Shomoy News

Sopno


বড়াইগ্রামে সড়কে প্রাণ হারানো ৮ জনের সাতজন একই পরিবারের


প্রকাশিত:
২৩ জুলাই ২০২৫ ১৮:৫২

আপডেট:
২৪ জুলাই ২০২৫ ০৫:৪৫

ছবি সংগৃহীত

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় সড়ক দুর্ঘটনায় নিহত আটজনের মধ্যে সাতজন একই পরিবারের। তাদের বাড়ি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের ধর্মদহ গ্রামে। অসুস্থ রোগী দেখতে পরিবারের ৭ জন সিরাজগঞ্জ যাচ্ছিলেন।

বুধবার সকাল সাড়ে ১০টার দিকে বড়াইগ্রাম উপজেলার তরমুজ পাম্প এলাকায় বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মাইক্রোবাস চালকসহ আটজন নিহত হন। এর মধ্যে চালক ছাড়া বাকি সবাই একই পরিবারের।

একই পরিবারের নিহত সাতজন হলেন- জাহিদুল ইসলাম (৫৫), তার স্ত্রী সেলিনা খাতুন (৫০), ছোটবোন রউসনারা আক্তার ইতি (৪৮), চাচাতো বোন আনোয়ারা খাতুন (৫৫), চাচাতো ভাবি আনোয়ারা খাতুন আনু (৫০), শাশুড়ি আনজুমান (৭৫) ও শ্যালিকা সীমা (৩৫)

এছাড়া নিহত মাইক্রোবাস চালকের নাম শাহাবুদ্দিন (৪২)। তিনিও একই গ্রামের জয়নাল আবেদিনের ছেলে।

নিহত জাহিদুল ইসলামের চাচাতো ভাই নাহারুল ইসলাম বলেন, আমার চাচাতো ভাইয়ের দুই ছেলে প্রবাসে থাকেন। কয়েক দিন আগে বড় ছেলে সোহানুর রহমানের স্ত্রীর অপারেশন হয়েছে। সোহানুর রহমানের স্ত্রী তার বাবার বাড়ি সিরাজগঞ্জে থাকেন। তাকে দেখতে যাওয়ার জন্য সকাল সাড়ে ৬টার দিকে একটি মাইক্রোবাস ভাড়া নিয়ে চাচাতো ভাই, ভাবিসহ পরিবারের ৭ জন সিরাজগঞ্জ যাচ্ছিলেন। এ সময় পথিমধ্যে সড়ক দুর্ঘটনায় পরিবারের ৬ জন ঘটনাস্থলেই মারা গেছেন ও সীমা (৩৫) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে এবং মাইক্রোবাস চালক শাহাবুদ্দিন (৪২) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

দুপুর ২টার দিকে ধর্মদহ গ্রামে গিয়ে দেখা যায়, বাড়ির বাইরে প্রতিবেশীরা ভিড় করে আছেন। আত্মীয়স্বজনরা বাড়ির অন্যদের সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছেন। থমথমে অবস্থা বিরাজ করছে এলাকায়। বাড়ির ভেতর থেকে ভেসে আসছে কান্নার শব্দ। একই পরিবারের সাতজনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ বলেন, নিহতদের বাড়ি ধর্মদহ গ্রামে জানতে পেরেছি। স্থানীয় ক্যাম্প পুলিশকে ওই বাড়িতে পাঠানো হয়েছে। তারা যোগাযোগ রাখছে।

এসএন /সীমা


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top