শনিবার, ৪ঠা মে ২০২৪, ২০শে বৈশাখ ১৪৩১


মুনিয়া হত্যার বিচারের দাবিতে কুমিল্লায় মানববন্ধন


প্রকাশিত:
২ মে ২০২১ ২০:০৩

আপডেট:
৪ মে ২০২৪ ০১:১৩

ছবি: সংগৃহীত

কুমিল্লার মেয়ে কলেজ ছাত্রী মোশারাত জাহান মুনিয়ার হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন করেছে কুমিল্লা জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড।

রোববার (২ মে) নগরীর ছাতিপট্টি এলাকায় জেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন কুমিল্লা জেলা মুক্তিযোদ্ধা কামান্ডার শফিউল আহাম্মদ বাবুল, সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ শাহজাহান, সহকারী কমান্ডার ফজলুর রহমান, জামাল খান, নজির আহমেদ, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডার সহিদ আহমেদ বাবুল, তাসলিমা সুলতানা, আজিজুল রহমান সেলিম, মোশারফ হোসেনসহ আরও অনেকে।

বক্তারা বলেন, বীর মুক্তিযোদ্ধার সন্তান কলেজ ছাত্রী মুনিয়ার বিচার না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাবো। হত্যকারী প্রভাবশালী বিধায় পুলিশ তাকে আটক করছে না। অন্যদিকে হত্যাকারীর পক্ষ থেকে মুনিয়ার বোন নুসরাতকে মোবাইল ফোনে হুমকি দেয়া হচ্ছে। দ্রুত সময়ের মধ্যে হত্যাকারীকে গ্রেফতারের দাবি করেন মানববন্ধনে অংশগ্রহণকারীরা।

উল্লেখ্য যে, গত ১৯ এপ্রিল ঢাকার গুলশানের একটি ফ্ল্যাট থেকে কলেজ ছাত্রী মোশারাত জাহান মুনিয়ার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় গুলশান থানায় বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরের বিরুদ্ধে অভিযোগ এনে মামলা করেন মুনিয়ার বোন নুসরাত।


সম্পর্কিত বিষয়:

পুলিশ

আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top