বৃহঃস্পতিবার, ১৭ই জুলাই ২০২৫, ১লা শ্রাবণ ১৪৩২

Shomoy News

Sopno


লোহাগড়ায় কৃষককে কুপিয়ে হত্যা, আহত-৩


প্রকাশিত:
১৬ জুলাই ২০২৫ ১৬:৩৫

আপডেট:
১৭ জুলাই ২০২৫ ০০:০৫

ছবি সংগৃহীত

নড়াইলের লোহাগড়া উপজেলার বাহিরপাড়া গ্রামে জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে কৃষক জাহাঙ্গীর শেখকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। বুধবার (১৬ জুলাই) দুপুর ১২টার দিকে বাহিরপাড়া গ্রামের বিলের মাঝে এ ঘটনা ঘটে।

নিহত জাহাঙ্গীর শেখ ওই গ্রামের মৃত মজিদ শেখের ছেলে। পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে বাহিরপাড়া গ্রামের কাওছার শেখ ও জাহাঙ্গীর শেখের মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল। বুধবার দুপুরে জাহাঙ্গীর শেখ তার ছেলে নাহিদ শেখকে সঙ্গে নিয়ে বিরোধপূর্ণ জমির আইল (সীমানা বাঁধ) তৈরি করছিলেন। এ সময় প্রতিপক্ষ কাওছার শেখের পক্ষের ৭–৮ জন ব্যক্তি ঘটনাস্থলে এসে তর্ক-বিতর্কে জড়ান এবং একপর্যায়ে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে জাহাঙ্গীর শেখ, নাহিদ শেখ ও অপর দুইজনকে কুপিয়ে জখম করেন।

হামলায় জাহাঙ্গীর শেখ ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত নাহিদ শেখ, আবদুল কাদের ও নয়ন শেখকে প্রথমে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য নড়াইল আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়।

লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ঘটনাস্থল থেকেই একজনকে—কবির শেখ (৪৬)—আটক করা হয়েছে।

এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। নিরাপত্তার স্বার্থে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান তিনি।

এসএন /সীমা


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top