শনিবার, ৪ঠা মে ২০২৪, ২১শে বৈশাখ ১৪৩১


শরণখোলায় হরিণের মাংসসহ ২ পাচারকারী আটক


প্রকাশিত:
২২ এপ্রিল ২০২১ ১৯:০৭

আপডেট:
৪ মে ২০২৪ ১১:০২

ছবি: সংগৃহীত

বাগেরহাটের শরণখোলা উপজেলায় ১৫ কেজি হরিণের মাংস ও একটি মোটরসাইকেলসহ দুই পাচারকারীকে আটক করেছে পুলিশ।

বুধবার (২১ এপ্রিল) দিবাগত রাত ২টার দিকে উপজেলার সোনাতলা গ্রাম থেকে তাদের আটক করা হয়।

আটক পাচারকারীরা হলো— উপজেলার বুকুলতলা গ্রামের আলমগীর হাওলাদারের ছেলে আলীরাজ হোসেন (২০) ও মো. ইসমাইল হাওলাদারের ছেলে রেজাউল হাওলাদার (২২)।

শরণখোলা থানার ওসি মো. সাইদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে পুলিশের একটি দল সুন্দরবনসংলগ্ন সোনাতলা গ্রামের পিলের রাস্তায় আগে থেকে ওঁৎ পেতে থাকে। রাত ২টার দিকে ওই দুই পাচারকারী বিক্রির জন্য একটি মোটরসাইকেলে করে হরিণের মাংস নিয়ে যাওয়ার সময় তাদের হাতেনাতে আটক করা হয়।

এ ব্যাপারে একটি মামলা করে মাংস ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে। জব্দ করা হরিণের মাংস শরণখোলা উপজেলার তরিকুল ইসলাম তারেকের বলে আটকরা স্বীকারোক্তি দিয়েছে বলে ওসি জানান। মাংসগুলো আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।


সম্পর্কিত বিষয়:

পুলিশ

আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top