রাঙামাটিতে অজ্ঞাত রোগে ২ জনের মৃত্যু, আক্রান্ত ৫
প্রকাশিত:
১৩ এপ্রিল ২০২০ ০৩:২২
আপডেট:
১৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:১৩

রাঙামাটির রাজস্থলী উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ত্রিপুরা অধ্যুষিত ভুটান পাড়ায় অজ্ঞাত রোগে দু'জন মারা গেছেন। নিহতরা হলেন- বিনামতি ত্রিপুরা (৩৫) ও নিলু কমুরা ত্রিপুরা (২৮)। রবিবার দুপুরে রাজস্থলী উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নে ১নং ওয়ার্ডের ভুটান এলাকার ত্রিপুর পাড়ায় এঘটনা ঘটে।
ঘিলাছড়ি ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ড সদস্য মতি ত্রিপুরা জানিয়েছেন, গত কয়েকদিন আগে জুমচাষ শেষে বাসায় এসে রাতে বিনামতি ত্রিপুরা প্রলাপ বকতে থাকেন। এর দুই-তিনদিন পর শুক্রবার (১০ এপ্রিল) সকালে তিনি মারা যায়। এরপর একই লক্ষণ নিয়ে ওই এলাকায় নিলু কুমার ত্রিপুরা নামে আরেক যুবক সন্ধ্যায় মারা যায়। ওই এলাকার আরও তিনজনের মধ্যে একই লক্ষণ থাকলেও তারা এখন সুস্থ আছেন বলে দাবি করেছেন তিনি।
চেয়ারম্যান সরস্বতী ত্রিপুরা বলেন, যারা মারা গেছেন তাদের কয়েকদিন আগে জ্বরে হয়েছিলেন এবং মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছিলেন। এরপর ১০ এপ্রিল তারা মারা যান। বর্তমানে আরও ৫ জন জ্বরে আক্রান্ত হয়ে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন। এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে অবগত করা হয়েছে বলে জানান তিনি।
এ ব্যাপারে রাঙামাটি রাজস্থলী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রুহলাং মারমা জানান, ওই এলাকার স্থানীয় চেয়ারম্যানের মাধ্যমে বিষয়টি জেনেছি। এলাকাটি বেশি দুর্গম। তারপরও স্বাস্থ্য বিভাগের একটি দলকে ওই এলাকায় পাঠানো হয়েছে। তাদের নমুনা সংগ্রহের পর বিস্তারিত জানতে পারবো।
সম্পর্কিত বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: