বরগুনায় ট্রলির ধাক্কায় অটোরিকশাযাত্রী নিহত
 প্রকাশিত: 
                                                ১৩ এপ্রিল ২০২১ ১৭:২২
 আপডেট:
 ১৩ এপ্রিল ২০২১ ২০:০৮
                                                
 
                                        বরগুনার বেতাগী উপজেলায় ট্রলির ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন অন্তত দুজন।
সোমবার (১২ এপ্রিল) বিকাল ৫টার দিকে উপজেলার বিবিচিনি ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ফরাজিবাড়ির মসজিদসংলগ্ন আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম গোলভানু (৫০)। তিনি বাকেরগঞ্জ উপজেলার মহেশপুর এলাকার মোকলেস তালুকদারের স্ত্রী। তিনি ব্র্যাককর্মী ছিলেন।
জানা যায়, গোলভানু মেয়ের শশুড়বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন। পথে এ দুর্ঘটনায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এসময় আহত হন দুজন। আহতদের বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। ট্রলিচালক দুর্ঘটনার পরই পালিয়ে যায়।
বেতাগী থানার এসআই মাঈনুল হাসান জানান, ঘটনাস্থলে গিয়ে তাজ পরিবহন নামে একটি ট্রলি পুলিশি হেফাজতে নেয়া হয়েছে। মরদেহ ধানায় পাঠানো হয়েছে।
বেতাগী থানার ওসি কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে।
তবে নিহত বৃদ্ধার পরিবার কোনো ধরনের মামলা করতে রাজি হচ্ছে না।তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পর্কিত বিষয়:
সড়ক দুর্ঘটনা


 
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                            
আপনার মূল্যবান মতামত দিন: