শনিবার, ৪ঠা মে ২০২৪, ২০শে বৈশাখ ১৪৩১


বিচার না পেয়ে ২ সন্তানকে হত্যার পর গৃহবধূর আত্মহত্যা


প্রকাশিত:
১ এপ্রিল ২০২১ ১৯:২৪

আপডেট:
১ এপ্রিল ২০২১ ২২:৩৫

ছবি: সংগৃহীত

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় নিপীড়নের বিচার না পেয়ে দুই সন্তানকে হত্যার পর এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।

বৃহস্পতিবার (০১ এপ্রিল) সকালে উপজেলার লাঙলঝাড়া গ্রামের একই কক্ষ থেকে মা ও দুই সন্তানের মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহতরা হলেন— লাঙলঝাড়া গ্রামের ট্রাক্টরচালক শিমুল বিল্লাহর স্ত্রী মাহফুজা খাতুন (৩৫) ও তার দুই সন্তান মাহফুজ (৯) ও মোহনা (৫)।

এলাকাবাসী জানান, লাঙলঝাড়া গ্রামের মাহফুজা খাতুনের শ্লীলতাহানির চেষ্টা করে স্থানীয় এক যুবক। এ ঘটনায় তিনি অপমানিত বোধ করে পরিবারের সদস্যদের মাধ্যমে বিষয়টি স্থানীয় ইউপি চেয়ারম্যান নুরুল ইসলামকে জানান।

কিন্তু নুরুল ইসলাম এ বিষয়টি নিষ্পত্তি করতে গড়িমসি করতে থাকেন। সামনে ইউপি নির্বাচনের দোহাই দিয়ে সময়ক্ষেপণ করায় ক্ষুব্ধ হয়ে ওঠেন মাহফুজা খাতুন। এরই একপর্যায়ে দুই শিশুসন্তানকে হত্যার পর মাহফুজা খাতুন আত্মহননের পথ বেছে নেন।

কলারোয়া থানার ওসি মীর খায়রুল কবির জানান, গৃহবধূ মাহফুজা খাতুন গলায় শাড়ি পেঁচিয়ে আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।

তবে এর আগে তিনি তার দুই সন্তানকে গলাটিপে শ্বাসরোধে হত্যা করেন বলে জানান তিনি।

নিহতদের মরদেহ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

নিহতের স্বামী শিমুলকে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে।


সম্পর্কিত বিষয়:

পুলিশ

আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top