পূর্বাচলের সড়কে মিললো নারীর গলাকাটা মরদেহ
প্রকাশিত:
৬ জানুয়ারী ২০২৫ ১৭:৫৯
আপডেট:
২১ জানুয়ারী ২০২৫ ১৩:২৬
![ছবি সংগ্রহীত](https://www.shomoynews.net/news_image/kata.webp.webp)
রূপগঞ্জের পূর্বাচল উপশহর থেকে এক নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (৬ জানুয়ারি) সকালে উপজেলার পূর্বাচল উপশহরের ৫ নম্বর সেক্টরের গুতিয়াবো এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে রূপগঞ্জ থানা পুলিশ।
পরে আঙুলের ছাপের মাধ্যমে তার পরিচয় শনাক্ত করা হয়। জাতীয় পরিচয়পত্র অনুযায়ী, ওই নারীর নাম রানী বেগম, বয়স ২৯। ওই নারী ঢাকার মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পের আবুল কাশেমের মেয়ে এবং সেখানেই বসবাস করতেন।
পুলিশ জানায়, সোমবার সকাল ৮টার দিকে পূর্বাচল উপশহরের ৫ নম্বর সেক্টরের গুতিয়াবো সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের সড়কে এক নারীর গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ সেখানে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। এ সময় মরদেহের পাশ থেকে একটি রক্তাক্ত ছুরি উদ্ধার করা হয়েছে। ওই নারীর হাতে ও কানেও আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের ধারণা, আগের দিন রোববার রাতে দুর্বৃত্তরা ঘটনাস্থলে তাকে গলাকেটে হত্যা করে লাশ ফেলে গেছে।
রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী বলেন, মরদেহটি উদ্ধার করে নারায়ণগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি চলছে। সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
#সোনিয়া
সম্পর্কিত বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: