শনিবার, ৪ঠা মে ২০২৪, ২১শে বৈশাখ ১৪৩১


মুন্সিগঞ্জে সালিসে সংঘর্ষ: ২ যুবক নিহত


প্রকাশিত:
২৫ মার্চ ২০২১ ১৫:০৮

আপডেট:
৪ মে ২০২৪ ০৬:০৫

প্রতীকী ছবি

মুন্সিগঞ্জ সদর উপজেলায় সালিশ বৈঠকে সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় সালিশের বিচারকসহ আহত হয়েছেন অন্তত পাঁচজন।

বুধবার (২৪ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে শহরের উত্তর ইসলামপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত যুবকরা হলেন- উত্তর ইসলামপুর এলাকার কাশেম পাঠানের ছেলে মো. ইমন হোসেন (২২) ও একই এলাকার বাচ্চু মিয়ার ছেলে মো. সাকিব হোসেন (১৯)।

স্থানীয় সূত্র থেকে জানা যায়, রাত ১০টার দিকে ইভটিজিংয়ের একটি ঘটনা নিয়ে সালিশ বৈঠক হয়। এসময় ঘটনাটি মিথ্যা প্রমাণিত হয়। এনিয়ে স্থানীয় কিশোর সৌরভ ও ইমনের মধ্যে হাতাহাতি শুরু হয়। এক পর্যায়ে সৌরভ গ্রুপ ও ইমন গ্রুপ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই ইমনের মৃত্যু হয়। গুরুতর অবস্থায় ঢাকা নেওয়ার পথে সাকিবের মৃত্যু হয়।

এ ঘটনায় বিচারকসহ আহত হয়েছেন অন্তত পাঁচজন। তাদের মধ্যে তিনজনকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মুন্সিগঞ্জ সদর থানার ওসি আবুবক্কর সিদ্দিক জানান, ওই এলাকায় সালিশ বৈঠকে সংঘর্ষের ঘটনায় দুজন মারা গেছেন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে।

ঘটনার পরই পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে কী নিয়ে এ সংঘর্ষ তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে তদন্ত চলছে বলে জানান ওসি।


সম্পর্কিত বিষয়:

মুন্সিগঞ্জ

আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top