রূপগঞ্জে প্রথম করোনা রোগী সনাক্ত, জনমনে আতঙ্ক
প্রকাশিত:
৭ এপ্রিল ২০২০ ০১:৫৮
আপডেট:
১ আগস্ট ২০২৫ ০১:০৪

নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক বৃদ্ধ নারীর শরীরে করোনা ভাইরাস সনাক্ত হয়েছে। সোমবার দুপুরে উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাঈদ আল মামুন এ তথ্য নিশ্চিত করেছেন। করোনা রোগী সনাক্তকরনের খবর ছড়িয়ে পরলে পুরো রূপগঞ্জজুড়ে সাধারন মানুষের মাঝে এখন আতঙ্ক বিরাজ করছে।
ডাঃ সাঈদ আল মামুন জানান, যে নারীর শরিরে করোনা ভাইরাস শনাক্ত করা হয়েছে তার বয়স ৫৫ বছর। আজ বিকেলের মধ্যেই স্বাস্থ্যকর্মী ও উপজেলা প্রশাসন গিয়ে ঐ নারীর পরিবারের সকল সদস্যদের কোয়ারেন্টাইনে রাখা হবে। আশপাশের বাড়িগুলোকে লকডাউন করে দেওয়া হবে। ওই নারী বর্তমানে ক্রিসেন্ট নামে একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
সম্পর্কিত বিষয়:
করোনা
আপনার মূল্যবান মতামত দিন: