মতলব পৌরসভা নির্বাচন
মামুন চৌধুরী বুলবুল দ্বিতীয়বার কাউন্সিলর নির্বাচিত
প্রকাশিত:
২ মার্চ ২০২১ ০৪:০১
আপডেট:
৩ আগস্ট ২০২৫ ০০:৪৪

মতলব (দক্ষিণ) পৌরসভা নির্বাচনে ৮ নং ওয়ার্ডে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত কাউন্সিলর প্রার্থী মতলব পৌর আওয়ামী লীগ এর সাংগঠনিক সম্পাদক বর্তমান কাউন্সিলর মামুন চৌধুরী বুলবুল পুনরায় নির্বাচিত হয়েছেন।
রোববার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জেলা নির্বাচন অফিসার ও রিটানিং অফিসার মোঃ তোফায়েল আহম্মেদ মামুন চৌধুরী বুলবুলকে কাউন্সিলর নির্বাচিত ঘোষণা করেন।
নির্বাচনে পানির বোতল মার্কা প্রতীকে মামুন চৌধুরী বুলবুল ১৪৫১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটকম প্রার্থী কামাল হোসেন মাল (উটপাখি মার্কা) ভোট পেয়েছেন ৫৩৯টি।
জয়লাভের পর এক প্রতিক্রিয়ায় কাউন্সিলর বুলবুল চৌধুরী বলেন, ৮ নং ওয়ার্ডের জনগণ যে আমাকে ভালোবাসে, সেটা আবারও প্রমাণ করেছে। তাদের ভালোবাসায় আমার এ বিজয়। ওয়ার্ডের জনগণের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, এখন আমার কাজ হলো ৮ নং ওয়ার্ডের অসম্পন্ন কাজগুলো সম্পন্ন করা। মানুষের অধিকার নিশ্চিত করা।
সম্পর্কিত বিষয়:
মতলব
আপনার মূল্যবান মতামত দিন: