ফেনীতে বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ১৭
 প্রকাশিত: 
                                                ২৯ আগস্ট ২০২৪ ১১:২০
 আপডেট:
 ৩১ অক্টোবর ২০২৫ ২৩:২২
                                                
 
                                        ফেনীতে গত কয়েকদিনের বন্যায় অন্তত ১৭ জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার করা মরদেহের ১২ জনের নাম পরিচয় পাওয়া গেলেও এখনো পাঁচ জনের নাম পাওয়া যায়নি।
বুধবার (২৮ আগস্ট) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন ফেনীর পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম।
তবে স্থানীয়দের ভাষ্যমতে, নিহতের সংখ্যা আরও বেশি হতে পারে।
পুলিশ জানায়, নিহতদের মধ্যে ফেনী সদর উপজেলায় দুইজন অজ্ঞাত পুরুষের লাশ উদ্ধার করা হয়েছে। ছাগলনাইয়ায় ১ জন অজ্ঞাত নারীর মরদেহ পাওয়া গেছে। পরশুরাম উপজেলায় ভেসে যাওয়া ২ লাশের পরিচয় মিলেছে। ফুলগাজী উপজেলায় ৪ পুরুষ ও ২ নারী মারা গেছেন। সোনাগাজী উপজেলায় মারা যাওয়া ৪ জনের মধ্যে ২ জন পুরুষ ও ২ জন নারী রয়েছেন। তন্মধ্যে ২ জনের নাম পরিচয় পাওয়া যায়নি। দাগনভূঞা উপজেলায় ২ পুরুষের মরদেহ দাফন করা হয়েছে।
জেলা পুলিশ প্রশাসনের ভাষ্যমতে, ফেনীতে চলমান বন্যায় নিহত ১৭ জনের মধ্যে ১২ জনের নাম পরিচয় পাওয়া গেলেও ৫ জনের নাম পরিচয় এখনো জানা যায়নি। নিহতদের মধ্যে ১২ জন পুরুষ ও ৫জন নারী রয়েছেন।



 
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                            
আপনার মূল্যবান মতামত দিন: