শুক্রবার, ৩রা মে ২০২৪, ২০শে বৈশাখ ১৪৩১


ঘর পরিষ্কার করতে গিয়ে পেলেন বাঘের ৬ বাচ্চা


প্রকাশিত:
২৩ জানুয়ারী ২০২১ ২৩:১৬

আপডেট:
২৭ জানুয়ারী ২০২১ ১৭:১০

মেছো বাঘের বাচ্চা। ছবি: সংগৃহীত

পটুয়াখালীর বাউফলে একটি পরিত্যক্ত ঘর পরিষ্কার করতে গিয়ে মেছো বাঘের ৬টি বাচ্চা দেখতে পেয়েছেন ঘরের মালিক। পরে সেগুলো উদ্ধার করেন বন কর্মকর্তারা।

শনিবার (২৩ জানুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলার নাজিরপুর ইউনিয়নের তাতেরকাঠি গ্রামের নজরুল তালুকদার নামে এক ব্যক্তির পরিত্যক্ত ঘর থেকে এসব বাচ্চা উদ্ধার করা হয়েছে।

নজরুল তালুকদার জানান, শনিবার সকাল ১০টার দিকে তিনি তার পরিত্যক্ত ঘর পরিষ্কার করতে গিয়ে মেছো বাঘের ৬টি বাচ্চা দেখতে পান। পরে বাচ্চাগুলো উদ্ধার করে তিনি উপজেলা বন কর্মকর্তাকে অবহিত করেন।

বাউফল উপজেলা বন কর্মকর্তা আবুল কালাম বলেন, মেছো বাঘের শাবকগুলো দশমিনার ম্যানগ্রোভ বনাঞ্চলে অবমুক্ত করা হবে।


সম্পর্কিত বিষয়:

বাঘ

আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top