নরসিংদীতে ট্রেনে কাটা ৫ মরদেহ বেওয়ারিশ হিসেবে দাফন সম্পন্ন
 প্রকাশিত: 
                                                ৯ জুলাই ২০২৪ ১৩:২৯
 আপডেট:
 ১ নভেম্বর ২০২৫ ০৪:৫৩
                                                
 
                                        পরিচয় শনাক্ত করতে না পারায় নরসিংদীর রায়পুরায় রেললাইন থেকে উদ্ধার হওয়া ৫ জনের লাশ দাফন সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (৯ জুলাই) ভোরে নরসিংদী রেলওয়ে স্টেশনের বেওয়ারিশ কবরস্থানে তাদের দাফন করা হয়।
নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) মো. শহিদুল্লাহ বলেন, সোমবার (৮ জুলাই) রাত ১০টা থেকে ১২টার মধ্যে তাদের ময়নাতদন্ত শেষ হয়। এরপর লাশগুলো পুলিশ ফাঁড়িতে নিয়ে আসা হলে প্রচণ্ড দুর্গন্ধ ছড়াতে থাকে। এক প্রকার বাধ্য হয়েই লাশগুলো নরসিংদী রেলওয়ে স্টেশন নিকটস্থ বেওয়ারিশ কবরস্থানে দাফন করা হয়। লাশ দাফন করা হলেও তাদের পরনের কাপড় সংগ্রহে রাখা হয়েছে। মুখের লালা ও দাঁত রাখা হয়েছে ফরেনসিক এবং ডিএনএ টেস্ট করার জন্য।
পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) উপপরিদর্শক (এসআই) মো. জমির বলেন, পাঁচ মরদেহের কারও ফিঙ্গারের ছাপের সঙ্গে কোনও আইডি কার্ডের যোগসূত্র পাওয়া যায়নি। নিহতরা উদ্বাস্তু ধরনের মানুষ ছিলেন বলেন ধারণা করা হচ্ছে। এ ছাড়া তাদের বয়স নিয়েও নিশ্চিত হওয়া যাচ্ছে না।
উল্লেখ্য, গতকাল সোমবার ভোর সাড়ে ৫টা থেকে সকাল ৭টার মধ্যে উপজেলার খাকচক এলাকায় ট্রেনের নিচে কাটা পড়ে ৫ জনের মৃত্যু হয় বলে ধারণা পুলিশের। এদিন সকাল সাড়ে ৮টার দিকে রেললাইনের পাশে ৫টি মরদেহ ছিন্নবিচ্ছিন্ন অবস্থায় দেখা যায়। খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। দুপুর ১২টা নাগাদ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ঘটনাস্থলে গিয়ে তাদের পরিচয় শনাক্ত করার কাজ শুরু করে।



 
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                            
আপনার মূল্যবান মতামত দিন: