চট্টগ্রামের চাক্তাই খাল থেকে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার
 প্রকাশিত: 
                                                ১১ জুন ২০২৪ ১৪:০৭
 আপডেট:
 ১ নভেম্বর ২০২৫ ০৫:০৫
                                                
 
                                        চট্টগ্রামের চাক্তাই খালে নিখোঁজের একদিন পর ১০ বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। বুধবার (১২ জুন) সকাল সাড়ে ৬টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। তবে ওই শিশুর পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
এর আগে মঙ্গলবার (১১ জুন) বিকেলে দুই শিশু নিখোঁজের খবর পেয়ে চাক্তাই খালের স্লুইসগেট এলাকায় তল্লাশি শুরু করে ফায়ার সার্ভিস। তবে আজ সংস্থাটির কর্মকর্তারা জানিয়েছেন দুজন নয়, একজনই খালে নিখোঁজ হয়েছিলেন।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আবদুল্লাহ বলেন, শিশু নিখোঁজের খবরে আমরা মঙ্গলবার বিকেলে অভিযান শুরু করি। বুধবার এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়। তার পরিচয় জানা যায়নি। মরদেহের পরিচয় শনাক্ত ও আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য মরদেহটি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এর আগে মঙ্গলবার বিকেলে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে জানিয়েছিলেন চাক্তাই খালের স্লুইসগেট এলাকায় দুই শিশু খেলা করার সময় হঠাৎ তলিয়ে যায়। পরে স্থানীয়রা খবর দিলে ফায়ার সার্ভিস এসে তল্লাশি শুরু করে।



 
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                            
আপনার মূল্যবান মতামত দিন: