নওগাঁয় পৃথক সড়ক দুর্ঘটনায় হতাহত ৪
 প্রকাশিত: 
                                                ২ ডিসেম্বর ২০২০ ০০:১১
 আপডেট:
 ৩১ অক্টোবর ২০২৫ ১৫:২০
                                                
 
                                        নওগাঁর মান্দায় পৃথক সড়ক দুর্ঘটনায় মশিউর রহমান (২৪) ও তছির উদ্দিন (৩৫) নামে দুই যুবক নিহত হয়েছে।
মঙ্গলবার (০১ ডিসেম্বর) সকালের এই ঘটনায় আরও ২ জন আহত হয়েছেন।
জানা গেছে- নওগাঁর নিয়ামতপুর উপজেলার পাড়ইল গ্রামের সাইফুদ্দিনের ছেলে মশিউর রহমান মঙ্গলবার সকাল ১০টার দিকে পাওয়ারটিলারের ট্রলিতে খড় বোঝাই করে মোহোনপুর নিয়ে যাওয়ার সময় মান্দার সাবাইহাট এলাকায় ট্রাকের ধাক্কায় ট্রলি উল্টে ঘটনাস্থলে তিনি মারা যান। এসময় ট্রলিতে থাকা আরও ২ জন আহত হয়।
এদিকে, সোমবার বিকেল ৫টার দিকে মান্দা উপজেলার দেলুয়াবাড়ি এলাকায় একটি যাত্রীবাহী বাসের চাপায় তছির উদ্দিন নামে এক ব্যক্তির মৃত্যু হয়। নিহত তছির উদ্দিন মান্দা উপজেলার কুসুম্বা ইউনিয়নের চককানু গ্রামের মৃত ছানু মন্ডলের ছেলে।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন- এই ঘটনায় থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।
সম্পর্কিত বিষয়:
সড়ক দুর্ঘটনা


 
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                            
আপনার মূল্যবান মতামত দিন: