কক্সবাজারে ২ কোটি ৯০ লাখ টাকার মাদক উদ্ধার
প্রকাশিত:
২৭ মে ২০২৪ ১৮:১৯
আপডেট:
১৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:৩৫

কক্সবাজারের রামু মরিচ্যা চেকপোস্টের তিন রাস্তার মোড় এলাকা থেকে ৫৮০ গ্রাম ক্রিস্টাল মেথ আইসসহ এক ব্যক্তিকে আটক করেছে রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি)। উদ্ধার এসব মাদকের আনুমানিক মূল্য দু’কোটি ৯০ লাখ টাকা।
সোমবার (২৭ মে) রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি)-এর অধিনায়ক কর্নেল সৈয়দ ওয়াহিদুজ্জামান তানজিদ এ বিষয়টি নিশ্চিত করেছেন।
সোমবার বেলা সাড়ে ১২টার দিকে মরিচ্যা চেকপোস্ট হতে ১০০ গজ উত্তরে তিন রাস্তার মোড় এলাকায় তল্লাশি চালিয়ে তাকে আটক করা হয়।
আটক ব্যক্তির নাম সুমন তালুকদার (২৬)। তিনি বাগেরহাট জেলার মোংলা উপজেলার হলদিবুনিয়া ইউপির দক্ষিণ মালগাজী পাড়ার জামাল তালুকদারের ছেলে।
কর্নেল সৈয়দ ওয়াহিদুজ্জামান তানজিদ জানান, মরিচ্যা চেকপোস্টে সন্দেহ হওয়ায় তল্লাশি করে তার হাতে থাকা ব্যাগের মধ্যে থেকে ৫৮০ গ্রাম ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এসব মাদকের আনুমানিক বাজার মূল্য প্রায় দু’কোটি ৯০ লাখ টাকা বলে জানায় বিজিবি। আটক আসামিকে ক্রিস্টাল মেথ আইসসহ নিয়মিত মামলার মাধ্যমে রামু থানায় হস্তান্তর করা হবে বলে জানান বিজিবি'র এই কর্মকর্তা।
আপনার মূল্যবান মতামত দিন: