নোয়াখালীতে ৪ বছরের শিশুকে ধর্ষণ
প্রকাশিত:
৪ নভেম্বর ২০২০ ১৬:০০
আপডেট:
২ আগস্ট ২০২৫ ০৪:৪৪

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় চার বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।
সোমবার (০২ নভেম্বর) উপজেলার ১৩নং রসুলপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
গতকাল মঙ্গলবার বিকালে এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে থানায় একটি মামলা করেছেন।
মামলার এজাহারে বলা হয়েছে, ওই ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মোহাম্মদ আলীর ছেলে রাফির (১৮) ঘরে ভিকটিম অন্যান্য শিশুর সঙ্গে খেলতে যায়। এ সুযোগে রাফি অন্য শিশুদের ঘর থেকে বের করে দিয়ে তাকে ধর্ষণ করে।
পরে শিশুটির চিৎকারে তার মা এগিয়ে এলে রাফি পালিয়ে যায়। এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে মামলা করলে পুলিশ মেয়েটির স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠায়।
বেগমগঞ্জ থানার ওসি মুহাম্মদ কামরুজ্জামান শিকদার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, থানায় মামলা হয়েছে। অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে।
আপনার মূল্যবান মতামত দিন: