যশোরে সর্বোচ্চ তাপমাত্রা ৪২ দশমিক ৮ ডিগ্রি
 প্রকাশিত: 
                                                ২৯ এপ্রিল ২০২৪ ১৬:০৪
 আপডেট:
 ৩১ অক্টোবর ২০২৫ ১৬:০৪
                                                
 
                                        যশোরে চলতি মৌসুমে সর্বোচ্চ তাপমাত্রা ৪২.৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকেলে ৩টায় জেলায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করে যশোর বীরশ্রেষ্ঠ মতিউর রহমান বিমান ঘাঁটির আবহাওয়া দফতর। এসময় বাতাসের আর্দ্রতা ছিল ১৯ শতাংশ।
আবহাওয়া অফিস জানায়, বেশকিছু দিন ধরেই চলছে খুলনা বিভাগে তীব্র তাপদাহ। বিশেষ করে যশোর ও চুয়াডাঙ্গায় এ মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা বিরাজ করছে। প্রতিদিনই তাপমাত্রা বাড়ছে এক ডিগ্রি করে।
বৈশাখের তপ্ত গরমে বিপর্যস্ত মানুষ। যশোরে তীব্র তাপপ্রবাহে আগুন ঝরা রোদ থেকে রক্ষা পেতে মানুষ ছায়া খুজছেন। চৌগাছা উপজেলার লোকমান হোসেন বলেন, প্রচন্ড গরমের কারণে কিছুই করা যাচ্ছে না। বিকেল হলেই আকাশ ঘন হয়ে আসে। মনে হয় এই বুঝি বৃষ্টি হবে কিন্তু হচ্ছে না।
যশোরের সাধারণ মানুষের জনজীবনে নেমে এসেছে চরম ভোগান্তি। বিশেষ করে শ্রমজীবী মানুষেরা ভোগান্তিতে রয়েছেন চরমে। তাছাড়া গরমে গলে শহরের বেশ কয়েকটি সড়কের পিচ উঠে গেছে। সূর্যের তাপ এতই বেশি যে, বাতাসেও গরম অনুভূত হচ্ছে বেশ। এতে ছাতা মাথায় দিয়ে তাপ থেকে বাঁচার চেষ্টা করছেন অনেকেই।
আবহাওয়া দফতর জানিয়েছে, এ তাপদাহ আরও কিছুদিন বিরাজ করবে। এতে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।



 
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                            
আপনার মূল্যবান মতামত দিন: