শনিবার, ৩১শে জানুয়ারী ২০২৬, ১৮ই মাঘ ১৪৩২


চট্টগ্রামে বস্তিতে আগুন, ১৩ ঘর পুড়ে ছাই


প্রকাশিত:
২৮ এপ্রিল ২০২৪ ১৭:০২

আপডেট:
৩১ জানুয়ারী ২০২৬ ০৬:৩২

ছবি- সংগৃহীত

চট্টগ্রামের বায়েজিদ এলাকার এক বস্তিতে অগ্নিকাণ্ড ঘটেছে। এতে ১৩টি ঘরে পুড়ে গেছে।

রোববার (২৮ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে। বায়েজিদের টেক্সটাইল শ্যামলছায়া ১ নম্বর গলিতে এ আগুন লাগে।

ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে, বায়েজীদ স্টেশনের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। বিকেল ৪টা ১০ মিনিটে আগুন নির্বাপণ করে ফায়ার সার্ভিস।

পুড়ে যাওয়া বস্তির ম্যানেজার মোহাম্মাদ জামশেদ উদ্দিন বলেন, দুপুরে ভাত খাচ্ছিলাম। তখন শুনলাম আগুন লেগেছে। ধোঁয়ার জন্য ভেতরে আর ঢুকতে পারিনি। আগুন লেগে সব পুড়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এখানে ১৫ লাখ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে।

কুমিল্লার লাঙ্গলকোট এলাকার মোহাম্মদ আবুল হাশেম। এই রিকশাচালক থাকতেন ওই বস্তির ৫ নম্বর ঘরে।

তিনি বলেন, ‘আগুন লাগার সময় পুরান চান্দগাঁও এলাকায় ভাড়ায় ছিলাম। খবর পেয়ে এসে দেখি কিচ্ছু নেই। আমার ঘুমাবার মতো অবশিষ্ট কিছু নাই। সব পুড়ে গেছে।’



আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top