গাজীপুরে ট্রাকচাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত
প্রকাশিত:
১৯ ফেব্রুয়ারি ২০২৪ ১০:৩৭
আপডেট:
৮ ডিসেম্বর ২০২৪ ২২:০৩
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সূত্রাপুর এলাকায় ঢাকা টাঙ্গাইল মহাসড়কে ট্রাকচাপায় অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছে।
সোমবার (১৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন নাওজোড় (সালনা) হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো শাহাদাৎ হোসেন।
নিহতরা হলেন— গাজীপুরের কালিয়াকৈর উপজেলার টালাবহ গ্রামের মৃত ইয়াকুব মুন্সীর ছেলে মফজেল (৬৫), একই গ্রামের আব্বাস আলীর ছেলে জাহিদুল ইসলাম (৪০), বাউমান গ্রামের মৃত হাছেন আলীর ছেলে শতকত আলী (৪২)।
পুলিশ কর্মকর্তা বলেন, সকাল সাড়ে ৬টার দিকে কালিয়াকৈর থানার সূত্রাপুর এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের টাঙ্গাইল মুখী সার্ভিস লেনে একটি ট্রাক (ঢাকা মেট্রো উ- ১৪-১৫৪৫) ব্যাটারি চালিত অটোরিকশার পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশার চালকসহ পাঁচজন গুরুতর আহত হন।
স্থানীয় লোকজন, ফায়ার সার্ভিস এবং হাইওয়ে পুলিশের সহায়তায় আহতদেরকে উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মফজেল, জাহিদুল ইসলাম ও শতকত আলীকে মৃত ঘোষণা করেন। অপর আহত দুইজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
দুর্ঘটনার পর ট্রাকটি জব্দ করা হলেও চালক পলাতক রয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন ওসি।
আপনার মূল্যবান মতামত দিন: