শনিবার, ৪ঠা মে ২০২৪, ২১শে বৈশাখ ১৪৩১


ইউএনওর ওপর হামলা: ডিএনএ পরীক্ষায়ও রবিউলের সম্পৃক্ততা মিলেছে


প্রকাশিত:
১১ অক্টোবর ২০২০ ০৪:২৩

আপডেট:
১১ অক্টোবর ২০২০ ০৪:২৮

ফাইল ছবি

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার সাবেক নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানম ও তাঁর বাবার ওপর হামলার ঘটনায় ডিএনএ প্রতিবেদন হাতে পেয়েছে পুলিশ। রবিউলের পরনের প্যান্টে লেগে থাকা রক্তের সঙ্গে ইউএনওর বাবা শেখ উমর আলীর রক্তের ডিএনএর মিল রয়েছে বলে জানিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা ইমাম জাফর।

এর আগে গত ১৮ সেপ্টেম্বর ইউএনও ওয়াহিদা, তাঁর ছেলে ও বাবার পরনের কাপড় ঢাকায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ডিএনএ বিশেষজ্ঞের কাছে পাঠানো হয়। গত বুধবার বিকেলে মামলার তদন্ত কর্মকর্তার কাছে সেই ডিএনএ পরীক্ষার প্রতিবেদন পাঠানো হয়। সিআইডি ডাকযোগে আদালতেও প্রতিবেদনটি পাঠিয়েছে বলে জানিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা ও ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাম জাফর।

পুলিশ জানায়, ইউএনওর ওপর হামলার ঘটনায় ইউএনওসহ বাড়ির সদস্যদের পরনের কাপড়, সংগৃহীত বিভিন্ন আলামতে চারজনের ডিএনএর তথ্য পাওয়া গেছে। এর মধ্যে তিনজন হলেন ইউএনও ওয়াহিদা, তাঁর বাবা ও তাঁর ছেলে। অপরজন হলেন হামলার ঘটনায় অভিযুক্ত তাঁরই বাসভবনের চতুর্থ শ্রেণির কর্মচারী রবিউলের।

এর আগে গত ২০ সেপ্টেম্বর ইউএনওর ওপর হামলার ঘটনায় দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন রবিউল। এ সময় তিনি বলেন, চুরির দায়ে অভিযুক্ত হয়ে চাকরি হারানোর কারণে ইউএনওর ওপর তাঁর ক্ষোভের সৃষ্টি হয়। সেই ক্ষোভ থেকে গত এপ্রিলের শুরুতে হামলার পরিকল্পনা করেন রবিউল। এই হামলার ঘটনা তাঁর একক পরিকল্পনাতেই সংঘটিত হয়েছে বলেও জবানবন্দিতে জানিয়েছেন তিনি।

পুলিশের এক জ্যেষ্ঠ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, আদালতে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতেই রবিউলের ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়। এর হামলার ঘটনায় বিভিন্ন জব্দকৃত আলামত, তথ্যপ্রযুক্তির সহায়তায় প্রাপ্ত তথ্য, আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি, স্থানীয়দের সাক্ষ্য এবং ডিএনএ পরীক্ষার ফলাফলে আসামি রবিউলের হামলার ঘটনায় সম্পৃক্ততার বিষয়ে নিশ্চিত হয়েছে পুলিশ। এবার দ্রুততম সময়ের মধ্যে অভিযোগপত্র দেওয়া হবে।

গত ২ সেপ্টেম্বর রাতে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় ইউএনওর সরকারি বাসভবনের শৌচাগারের জানালা দিয়ে ঢুকে হামলা চালান আসামি রবিউল। হামলার ঘটনায় গত ৪ সেপ্টেম্বর স্থানীয় যুবলীগ নেতা আসাদুল ইসলাম, জাহাঙ্গীর হোসেন এবং রংমিস্ত্রি নবীরুল ইসলাম ও সান্টু কুমার বিশ্বাসকে আটক করে র‍্যাব। ঘটনার সঙ্গে সম্পৃক্ততা না থাকায় জাহাঙ্গীরকে পরে ছেড়ে দেওয়া হয়। আটক অপর তিনজন এখন কারাগারে রয়েছেন। গত ১০ সেপ্টেম্বর রাতে রবিউলকে আটক করেন পুলিশের গোয়েন্দা শাখার সদস্যরা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ঘটনার দায় স্বীকার করেছেন বলে ১২ সেপ্টেম্বর জানায় পুলিশ।

মামলার তদন্ত কর্মকর্তা ইমাম জাফর বলেন, তদন্ত প্রায় শেষ পর্যায়ে রয়েছে। আসামি রবিউলের বিষয়ে যাবতীয় তথ্যপ্রমাণ সংগ্রহ করার পর তাঁর সম্পৃক্ততার বিষয়ে নিশ্চিত হয়েছে পুলিশ। মেডিকেল সনদপত্রের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে আবেদন করা হয়েছে। ঘটনার দিন যাঁরা অ্যাম্বুলেন্সে ইউএনও ও তাঁর বাবাকে মেডিকেলে নিয়েছেন তাদেরও সাক্ষ্য নেওয়া প্রায় শেষ।


সম্পর্কিত বিষয়:

ইউএনও হামলা ওয়াহিদা খানম

আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top