হিলি স্থলবন্দর দিয়ে আলু আমদানি শুরু
 প্রকাশিত: 
                                                ৩ ফেব্রুয়ারি ২০২৪ ১৯:৫৭
 আপডেট:
 ৩১ অক্টোবর ২০২৫ ১৫:২০
                                                
 
                                        দেশের বাজারে আলুর দাম স্বাভাবিক রাখতে ভারত থেকে আলু আমদানি শুরু হয়েছে। দিনাজপুরের হিলি বন্দর দিয়ে ২৫ মেট্রিক টন আলু নিয়ে একটি ট্রাক প্রবেশের মাধ্যমে আমদানি কার্যক্রম শুরু হয়।
শনিবার (৩ ফেব্রুয়ারি) দুপুর ২টা ৪০ মিনিটে এই ট্রাক প্রবেশ করে। তবে সন্ধ্যা ৬টা পর্যন্ত প্রথম দিনে চার গাড়িতে ১০০ মেট্রিক টন আলু আমদানি করা হয়েছে।
মেসার্স মুক্ত এন্টারপ্রাইজ নামের একটি আমদানিকারক প্রতিষ্ঠান আলুগুলো আমদানি করেছে বলে জানা গেছে।
দুপুরে হিলির সবজি বাজার ঘুরে দেখা গেছে, ভারতীয় আলু আমদানির খবরে গতকালের তুলনায় কেজিতে ৮ থেকে ১০ টাকা কমে ২৫ থেকে ৩০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে আলু।
এর আগে, গত বছরের ১৪ ডিসেম্বর ভারত থেকে হিলি স্থলবন্দর দিয়ে ১৯৭ ট্রাকে পাঁচ হাজার ২০৬ মেট্রিক টন আলু আমদানি হয়। এরপর থেকে আলু রফতানি বন্ধ করে দেয় ভারত সরকার। ফলে পরদিন থেকে দেশের বাজারে পাইকারি ও খুচরায় আলুর দাম বাড়তে শুরু করে।



 
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                            
আপনার মূল্যবান মতামত দিন: