ফরিদপুরে ২ বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত ৮
 প্রকাশিত: 
                                                ৩১ জানুয়ারী ২০২৪ ১৩:১৫
 আপডেট:
 ৩১ অক্টোবর ২০২৫ ১৫:২০
                                                
 
                                        ফরিদপুর-বরিশাল মহাসড়কের নগরকান্দা নামক স্থানে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে চালকসহ ৮ যাত্রী আহত হয়েছেন।
বুধবার (৩১ জানুয়ারি) সকাল ৮টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কে উপজেলার তালমার মোড়ে দুর্ঘটনা ঘটে।
ফরিদপুর কোতোয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) শরীফ লিটন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ঢাকা থেকে ফরিদপুরের উদ্দেশে ছেড়ে আসা গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস তালমা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মাদারীপুরগামী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই বাসের চালকসহ কমপক্ষে ৮ জন আহত হয়েছেন। আহতদের ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় প্রায় দেড় ঘণ্টা মহাসড়কে দুপাশে আটকা পড়ে যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেছে।



 
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                            
আপনার মূল্যবান মতামত দিন: