রবিবার, ৫ই মে ২০২৪, ২১শে বৈশাখ ১৪৩১


যাত্রী-গাড়িসহ পাটুরিয়া ঘাটে ফেরি ডুবি


প্রকাশিত:
১৭ জানুয়ারী ২০২৪ ০৯:৫২

আপডেট:
৫ মে ২০২৪ ০৩:৪৮

ফাইল ছবি

মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে বাল্কহেডের সঙ্গে ধাক্কা খেয়ে কয়েকটি গাড়ি নিয়ে রজনীগন্ধা নামে একটি ফেরি ডুবে গেছে।

বুধবার (১৭ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে ৫ নম্বর ঘাট এলাকার কাছাকাছি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর ছয়জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এখনো নিখোঁজ আছেন ফেরিটিতে থাকা অনেক যাত্রী। তাদের উদ্ধারের চেষ্টা চলছে।

ফেরি ডুবে যাওয়ার তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা আঞ্চলিক কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক শাহ মো. খালেদ নেওয়াজ।

তিনি জানান, বাল্কহেডের সঙ্গে ধাক্কা লেগে ৫ নম্বর ঘাট এলাকার কাছাকাছি রজনীগন্ধা নামে একটি ফেরি ডুবে গেছে। ঘন কুয়াশার কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে জানান তিনি।


সম্পর্কিত বিষয়:

মানিকগঞ্জ ফেরি

আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top