সোমবার, ৬ই মে ২০২৪, ২৩শে বৈশাখ ১৪৩১


দীঘিনালা বাস স্টেশনে আবারও আগুন, পুড়ে ছাই ১২টি দোকান


প্রকাশিত:
১৭ আগস্ট ২০২৩ ১৬:৩২

আপডেট:
৬ মে ২০২৪ ২৩:৫৮

 ফাইল ছবি

খাগড়াছড়ির দীঘিনালায় আগুনে পুড়ে ছাই হয়ে গেছে ১২টি দোকান। বৃহস্পতিবার (১৭ আগস্ট) সকাল ৭টায় বাস স্টেশন এলাকায় আগুনের সূত্রপাত হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৭টার দিকে বাস স্টেশন এলাকার দরবার হোটেল নামে একটি খাবারের দোকানে আগুন লাগে। মুহূর্তেই তা আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসে খবর দেওয়ার পর তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা করে। প্রায় আধা ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।

দীঘিনালা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ফায়ার লিডার রুবেল ত্রিপুরা জানান, খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা করি। এরই মধ্যে খাগড়াছড়ি জেলা সদরের ফায়ার সার্ভিসেও খবর দেওয়া হয়। কিন্তু আগুন নিয়ন্ত্রণে আসায় তাদের সহযোগিতার প্রয়োজন হয়নি। কীভাবে আগুন লেগেছে তা আমরা তদন্ত করে দেখছি।

এর আগে চলতি বছরের মে মাসে দীঘিনালা বাস স্টেশনে অন্য একটি লাগা আগুনে ৬০টি দোকান পুড়ে যায়।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top