রবিবার, ২৮শে এপ্রিল ২০২৪, ১৫ই বৈশাখ ১৪৩১

Rupali Bank


বগুড়ায় বাস ও ট্রাকের সংঘর্ষে ৬ শ্রমিক নিহত


প্রকাশিত:
২৫ মার্চ ২০২০ ১৯:৪৮

আপডেট:
২৮ এপ্রিল ২০২৪ ২১:১২

ফাইল ছবি

বগুড়ার শেরপুরে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৫ জন। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি। নিহতরা সবাই শ্রমিক বলে জানা গেছে। বুধবার দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্স ও শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে শেরপুর থানার ওসি হুমায়ূন কবীর জানান, ঢাকা থেকে লবণবোঝাই একটি ট্রাক উত্তরবঙ্গের দিকে আর বগুড়া থেকে যাত্রীবাহী বাস সিরাজগঞ্জের দিকে যাওয়ার পথে ঘটনাস্থলে পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ট্রাকটি উল্টে গেলে লবণের বস্তার ওপর বসে থাকা শ্রমিকরা চাপা পড়েন। এতে ঘটনাস্থলেই ছয় শ্রমিক মারা যান। বাসযাত্রীসহ আহত হন আরও ১৫ জন। লবণের বস্তা সরালে আরও মরদেহ পাওয়া যেতে পারে।


সম্পর্কিত বিষয়:

বগুড়া

আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top