শনিবার, ৪ঠা মে ২০২৪, ২১শে বৈশাখ ১৪৩১


ইউএনওর ওপর হামলা: যুবলীগ নেতাসহ আটক ২


প্রকাশিত:
৪ সেপ্টেম্বর ২০২০ ১৬:২৬

আপডেট:
৪ সেপ্টেম্বর ২০২০ ২৩:৫৯

ছবি-সংগৃহীত

দিনাজপুরের ঘোড়াঘাটে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বাড়িতে প্রবেশ করে ইউএনও ওয়াহিদা খানম ও তাঁর বাবাকে গুরুতর আহত করার অভিযোগে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী দুইজনকে আটক করেছে।

এ ঘটনায় ওয়াহিদা খানমের ভাই শেখ ফরিদ বাদি হয়ে রাতে ঘোড়াঘাট থানায় একটি মামলা করেছেন।

এ বিষয়ে হাকিমপুর থানার অফিসার ইনচার্জ জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানমের ওপর হামলার অভিযোগে অন্যতম আসামী আসাদুল ইসলামকে আজ শুক্রবার ভোর সাড়ে ৪ টায় হিলির কালিগন্জ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। আসাদুল ইসলাম ঘোড়াঘাট উপজেলার সাগরপুর গ্রামের এমদাদুল হকের ছেলে।

ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ জানান, অপর এক অভিযানে রাতে র‌্যাব সদস্যরা জাহাঙ্গির নামের এক যুবককে আটক করেন। জাহাঙ্গির ঘোড়াঘাট উপজেলা রানিগন্জের আবুল কালামের ছেলে।

পুলিশ জানায়, বুধবার দিবাগত রাত তিনটায় দুষ্কৃতিকারীরা ঘোড়াঘাট উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানমের সরকারি বাসভবনের প্রবেশ করে তাঁকে হত্যার উদ্যেশে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও তার বাবা বেদম মারধর করে গুরুতর আহত করে পালিয়ে যায়।


সম্পর্কিত বিষয়:

ইউএনও হামলা

আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top