মাঠে সন্তান প্রসব, অতঃপর ৯৯৯-এ ফোন
 প্রকাশিত: 
                                                ৭ সেপ্টেম্বর ২০২২ ০৫:১০
 আপডেট:
 ১ নভেম্বর ২০২৫ ০৫:২৫
                                                
 
                                        কক্সবাজার সদরের বাইপাস সড়কের নতুন জেলখানার পাশের একটি স্কুলের মাঠে সন্তান প্রসব করেন এক নারী। পরে ৯৯৯-এ ফোন করলে, পুলিশ এসে মা ও শিশুকে উদ্ধার করে কক্সবাজার জেলা হাসপাতালে ভর্তি করে।
মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে মোর্শেদুর রহমান নামে একজন ফজরের নামাজ পড়ে বাসায় ফিরার পথে দেখেন মানসিক ভারসাম্যহীন এক নারীর সন্তান প্রসব করেছে। তখন মা ও শিশু কান্নাকাটি করেন এবং মাঠে রক্ত পড়তেছিল। এ সময় তিনি ৯৯৯-এ ফোন করেন।
জাতীয় জরুরি সেবার পরিদর্শক (ইন্সপেক্টর) আনোয়ার সাত্তার বিষয়টি নিশ্চিত করেন।
মোর্শেদুর রহমান ৯৯৯-এ ফোন করে জানান, শিশুটি এবং প্রসূতি মা এখনো জীবিত আছে। তাদের উদ্ধারের ব্যবস্থা নেওয়ার জন্য ৯৯৯ এর কলটেকার কনষ্টেবল মো. সায়েম উদ্দীনের কাছে অনুরোধ জানান। কনষ্টেবল সায়েম তাৎক্ষণিক কক্সবাজার সদর থানায় বিষয়টি জানিয়ে দ্রুত উদ্ধারের ব্যবস্থা নিতে বলেন।
সংবাদ পেয়ে কক্সবাজার সদর থানার একটি দল মোর্শেদের সহায়তায় ঘটনাস্থল থেকে প্রসূতি মা ও নবজাতক শিশুকে উদ্ধার করে চিকিৎসার জন্য কক্সবাজার জেলা হাসপাতালে ভর্তি করে। মা ও শিশু উভয় আশঙ্কা মুক্ত আছে বলে জানা গেছে।
সম্পর্কিত বিষয়:
নারী


 
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                            
আপনার মূল্যবান মতামত দিন: