নূর মোহাম্মদ মজুমদার বিআরটিএ’র নতুন চেয়ারম্যান
 প্রকাশিত: 
                                                ২৩ জুন ২০২০ ০০:৫৮
 আপডেট:
 ২৩ জুন ২০২০ ০২:০০
                                                
 
                                        সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ সংযুক্ত অতিরিক্ত সচিব নূর মোহাম্মদ মজুমদারকে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।
সোমবার (২২ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে নূর মোহাম্মদ মজুমদারকে প্রেষণে নিয়োগ দেয়া হয়।
বিআরটিএ’র চেয়ারম্যানের দায়িত্ব চালিয়ে আসা কামরুল আহসান গত ২৯ মার্চ অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যান।
সেই থেকে সংস্থাটির পরিচালক (প্রশাসন) মো. ইউছুব আলী মোল্লা অতিরিক্ত হিসেবে চেয়ারম্যানের দায়িত্ব পালন করছিলেন।



 
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                            
আপনার মূল্যবান মতামত দিন: