সুনামগঞ্জে চলছে দুইদিনের পরিবহন ধর্মঘট
প্রকাশিত:
৫ নভেম্বর ২০২১ ১৮:৩৬
আপডেট:
১ ফেব্রুয়ারি ২০২৬ ০১:১৭
ডিজেলসহ সব ধরনের জ্বালানি তেলের দাম হঠাৎ করে বাড়ার প্রতিবাদে দেশের বিভিন্ন জায়গার মতন সুনামগঞ্জে দুইদিনের ধর্মঘট চলছে। শুক্রবার (৫ নভেম্বর) সকাল থেকে শুরু হয় এই ধর্মঘট।
সরেজমিনে দেখা যায়, ভোর থেকে সুনামগঞ্জের সকল দূরপাল্লার বাস সারিবদ্ধ করে রেখে চালক ও সহকারীরা চলে গেছেন। কেউ বা গাড়ির পাশে বসে আছেন নিশ্চুপ হয়ে।
সুনামগঞ্জ বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক জুয়েল মিয়া সংবাদমাধ্যমকে বলেন, হঠাৎ করেই ডিজেলের দাম বাড়ানো হয়েছে। জ্বালানি তেলের দাম বাড়ার কারণে বিপাকে পড়েছি আমরা। এজন্য শুক্র ও শনিবার সুনামগঞ্জ থেকে কোনো দূরপাল্লার বাস চলবে না। আমরা ধর্মঘট বাস্তবায়নের জন্য ঐক্যবদ্ধ।

আপনার মূল্যবান মতামত দিন: