রবিবার, ৫ই মে ২০২৪, ২১শে বৈশাখ ১৪৩১


লকডাউন ঘোষণার পর বাস কাউন্টারে বেড়েছে যাত্রীদের চাপ


প্রকাশিত:
৩ এপ্রিল ২০২১ ২০:৫৩

আপডেট:
৫ মে ২০২৪ ০২:৫৯

ছবি: সংগৃহীত

করোনাভাইরাসের সংক্রমণ বাড়ায় আগামী সোমবার থেকে এক সপ্তাহের জন্য সারাদেশে লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের শনিবার (০৩ এপ্রিল) সকালে সরকারি বাসভবনে ব্রিফিংকালে একথা বলেন।

এদিকে, এ ঘোষণার পর থেকেই রাজধানীর বাস টার্মিনালগুলোতে যাত্রীদের অতিরিক্ত চাপ লক্ষ্য করা গেছে। সায়েদাবাদ, কল্যাণপুর, গাবতলীসহ সকল বাস টার্মিনালগুলোতে যাত্রীদের চাপ বেড়েছে বলেছে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

কল্যাণপুর বাস টার্মিনালে আগত সিফাত নামের এক যাত্রী বলেন, লকডাউনে যাচ্ছে দেশ। অফিস বন্ধ হয়ে যাবে। তাই বাড়ি যাওয়ার জন্য টিকিট কাটতে এসেছি।

অন্যদিকে সায়েদাবাদ বাস টার্মিনালে আজাদ নামের এক যাত্রী বলেন, সোমবার থেকে লকডাউনের খবর শুনেই বাস টার্মিনালে ছুঁটে এসেছি। আজ রাতের বাসে টিকিট কেটে সপরিবারে বাড়ি চলে যাচ্ছি।


সম্পর্কিত বিষয়:

লকডাউন

আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top