শুক্রবার, ২৯শে সেপ্টেম্বর ২০২৩, ১৪ই আশ্বিন ১৪৩০

Rupali Bank


যান্ত্রিক ত্রুটি : ১১ ঘণ্টা বিলম্বে ছাড়ল বিমানের ফ্লাইট


প্রকাশিত:
১২ সেপ্টেম্বর ২০২৩ ২২:০৩

আপডেট:
২৯ সেপ্টেম্বর ২০২৩ ০৬:০০

 ফাইল ছবি

যান্ত্রিক ত্রুটির কারণে প্রায় ১১ ঘণ্টা বিলম্বে ছেড়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ঢাকা-নারিতা ফ্লাইট। এতে ৭৬ জন যাত্রী ভোগান্তির মুখে পড়েন।

গতকাল সোমবার বেলা পৌনে ১২টায় এই ফ্লাইট ছাড়ার কথা থাকলেও ত্রুটি সারিয়ে আজ মঙ্গলবার বেলা ১১টার সময় এটি উড়াল দেয় বলে জানান বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার।

তিনি বলেন, যাত্রিক ত্রুটির কারণে ফ্লাইটটি সময়মতো যেতে পারেনি। বিমানের নিয়ম অনুসারে যাত্রীদের বিভিন্ন হোটেলে পাঠিয়ে দেওয়া হয়।

যাত্রীর নিরাপত্তার কথা প্রাধান্য দিয়ে ফ্লাইট বিলম্ব করা হয়েছে বলেও জানান তাহেরা খন্দকার। তিনি বলেন, ‘বেলা ১১টায় সব যাত্রী নিয়ে ফ্লাইটটা ছেড়ে গেছে। এখন তা নারিতার কাছাকাছি রয়েছে।’

প্রায় ১৭ বছর পর গত ১ সেপ্টেম্বর ঢাকা-নারিতা রুটের ফ্লাইট আবার চালু হয়। সপ্তাহে তিন দিন (শুক্রবার, সোমবার ও বুধবার) রাত ১১টা ৪৫ মিনিটে বিমানের ফ্লাইট ঢাকা থেকে নারিতার উদ্দেশে ছেড়ে যায়।

এদিকে নারিতা থেকে ঢাকার উদ্দেশে ফিরতি ফ্লাইট ছাড়ে প্রতি শনি, মঙ্গল ও বৃহস্পতিবার স্থানীয় সময় বেলা ১১টায়। ঢাকা-নারিতা রুটের ফ্লাইট লাভজনক না হওয়ায় ২০০৬ সালে বন্ধ করে দেওয়া হয়।



আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : shomoynews[email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top