ময়লার গাড়ির মূল চালক হারুন গ্রেপ্তার: র্যাব
প্রকাশিত:
২৭ নভেম্বর ২০২১ ০৪:৪১
আপডেট:
১ আগস্ট ২০২৫ ০০:৫১

নটর ডেম কলেজ ছাত্র নাঈমকে চাপা দেওয়ার ঘটনায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ময়লার গাড়ির চালক হারুনকে রাজধানীর যাত্রাবাড়ী থেকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
শুক্রবার (২৬ নভেম্বর) দুপুরে এ বিষয়টি নিশ্চিত করেছেন র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।
তিনি বলেন, ডিএসসিসির ময়লার গাড়ির চাপায় নটর ডেম কলেজের শিক্ষার্থী নাঈম হাসান নিহতের ঘটনায় ছায়া তদন্ত শুরু করে র্যাবের গোয়েন্দা দল। তদন্তকালে র্যাবের অভিযানে অভিযুক্ত গাড়ির চালক হারুন মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে।
অবৈধভাবে গাড়ি বরাদ্দ নিয়ে তা চালানোয় পরিচ্ছন্নতাকর্মী হারুন মিয়া ও এ কাজে সহযোগিতা করায় পরিচ্ছন্নতাকর্মী আব্দুর রাজ্জাককে কর্মচ্যুত করা হয়েছে।
তিনি আরও জানান, বরাদ্দ গাড়ি নিজে না চালিয়ে নিয়মবহির্ভূতভাবে অন্যকে চালাতে দেওয়ায় করপোরেশনের গাড়িচালক (ভারী) মো. ইরান মিয়ার বিরুদ্ধে বিভাগীয় মামলা রুজু ও সাময়িক বরখাস্ত করা হয়।
প্রসঙ্গত, বুধবার সকাল ১১টার দিকে গুলিস্তান গোলচত্বর হল মার্কেটের সামনে ডিএসসিসির ময়লার গাড়ির ধাক্কায় নাঈম হাসান নামে নটর ডেম কলেজের এক শিক্ষার্থীর মৃত্যু হয়। এ ঘটনার প্রতিবাদে তার সহপাঠীরা বিক্ষোভে ফেটে পড়েন। তারা ঘটনার পর থেকেই চালককে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে আসছেন।
আপনার মূল্যবান মতামত দিন: