দুই নারীর ঝগড়া মেটাতে গিয়ে প্রাণ গেল যুবকের
 প্রকাশিত: 
                                                ২৪ নভেম্বর ২০২১ ২১:৪০
 আপডেট:
 ২৫ নভেম্বর ২০২১ ০১:৩৭
                                                
 
                                        রাজধানী যাত্রাবাড়ীর রায়েরবাগে সোমবার রাতে দুই নারীর ঝগড়া মেটাতে গিয়ে রডের আঘাত পেয়ে আহত হন কামরুজ্জামান নামের এক যুবক ।
এ সময় গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দিবাগত রাতে তিনি মারা যান।
কামরুজ্জামান পেশায় পরিবহন ব্যবসায়ী। এ ঘটনায় আঘাতকারী ব্যক্তি শহীদকে আটক করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া। কামরুজ্জামানের মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।



 
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                            
আপনার মূল্যবান মতামত দিন: