ঢাকার ধামরাইয়ে চলন্ত বাসে আগুন
 প্রকাশিত: 
                                                ১৫ নভেম্বর ২০২১ ১১:৪৩
 আপডেট:
 ৩১ অক্টোবর ২০২৫ ০৯:৩৫
                                                
 
                                        ঢাকার ধামরাইয়ের আরিচা মহাসড়কের কসমস এলাকায় একটি চলন্ত বাসে রোববার (১৪ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
ধামরাই ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সোহেল রানা বলেন, হামজা ব্রাদার্স পরিবহনের একটি বাস নবীনগরে যাওয়ার পথে কসমস এলাকায় পৌঁছালে সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা লেগে আগুন ধরে যায়। খবর পেয়ে ধামরাই ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
তিনি আরও বলেন, ঘটনার পরপরই সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের কর্মীরা। তবে দ্রুত নামতে গিয়ে বেশ কয়েকজন যাত্রী সামান্য আহত হয়েছেন। তারা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি চলে গেছেন।



 
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                            
আপনার মূল্যবান মতামত দিন: